China Weather: জলবায়ু পরিবর্তনের চীনের চরম আবহাওয়ার প্রভাব এবং আগাম সতর্কতার প্রয়োজন

Wednesday, September 7 2022, 10:52 am
highlightKey Highlights

জলবায়ু পরিবর্তন চীনে টাইফুন, বন্যা, তুষারঝড়, ঝড়ো হাওয়া, খরা এবং ভূমিধস সহ বিস্তৃত চরম আবহাওয়ার ঘটনা ঘটাতে পারে। এই চরম ঘটনাগুলির কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষ স্বাস্থ্যের প্রভাবগুলি গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে মূল্যায়ন করা কঠিন।


আগস্ট মাসেই রেকর্ড ছাড়িয়েছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই গরমে চিনে একাধিক নদীর জল শুকিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ঝলসে গিয়েছে জমির ফসলও। জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন চিনের বিজ্ঞানীরা। তাপমাত্রা বৃদ্ধির আগের সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে দক্ষিণ চিনের সিচুয়ান প্রদেশের কয়েকটি অঞ্চল।গরমে পুড়ছে চিনের দক্ষিণাঞ্চল (China)। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।

চিনের সংবাদমাধ্যম CCTV জানিয়েছে, অগাস্ট মাসে চিনের গড় তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত অগাস্ট মাসে সারা দেশে প্রায় ২৬৭টি আবহাওয়া কেন্দ্র তাপমাত্রা রেকর্ড করেছিল। আর প্রতিটি ক্ষেত্রের তাপমাত্রার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। গত অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহ ছিল সবেচেয়ে শুষ্কতম। গড় বৃষ্টিপাত ২৩.১ শতাংশের কম হয় বলে জানা যায়।

Trending Updates

জলবায়ুর এই অস্বাভাবিক পরিবর্তন নিয়ে ইতিমধ্যে সতর্কবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা। মানব-প্ররোচিত জলবায়ু পরিবর্তনের কারণেই তাপপ্রবাহ, খরা ঘন ঘন এবং তীব্র আকার ধারণ করছে বলে মনে করছেন তারা। প্রসঙ্গত কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চিনে ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ খরা আরও বেশি অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যার ফল খুবই মারাত্মক। এই কারণে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে মনে করা হয়েছে। ধানের ফলন স্বাভাবিক রাখতে চাষিদের ভর্তুকি অনুমোদন করেছে বেজিং। আবহাওয়ার এই পরির্বতনকে একটি সতর্কবার্তা বলে মনে করছেন চিনের ন্যাশনাল ক্লাইমেন্ট সেন্টারের আধিকারিক ঝাং দাকোয়ান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File