শিক্ষা

অনলাইনের মাধ্যমেই নিতে হবে পরীক্ষা, এমনটাই দাবি জানালো রবীন্দ্রভারতীর পড়ুয়ারা

অনলাইনের মাধ্যমেই নিতে হবে পরীক্ষা, এমনটাই দাবি জানালো রবীন্দ্রভারতীর পড়ুয়ারা
Key Highlights

পোস্টার হাতে ক্যাম্পাসে একত্রিত হল রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীরা। বিক্ষোভরত পড়ুয়াদের সামলাতে ঘটনাস্থলে হাজির হল পুলিশ।

রবীন্দ্রভারতীর দূরশিক্ষা বিভাগের পড়ুয়ারা অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখালেন। তাঁদের মতে, অতিমারীর জেরে এতদিন অনলাইনে ক্লাস হয়েছে তাই পরীক্ষার ক্ষেত্রে তা অফলাইনে দিতে রাজি নন পড়ুয়ারা। 

বিশ্ববিদ্যালয়ের নোটিশ মানতে রাজি নন পড়ুয়ারা, ক্লাসের মতো পরীক্ষাও হোক অনলাইনে

শনিবার সকাল থেকে সল্টলেকের ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ‘‌এখনও ঠিক মতো সিলেবাস শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাতে গোনা কয়েকটা দিন অনলাইন ক্লাস হয়েছে। এখন বলা হচ্ছে আগামী ১৫ মে থেকে পরীক্ষা নেওয়া হবে। এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।’‌ বিক্ষোভরত এক পড়ুয়ারা জানান, ‘‌আমাদের অনলাইন ক্লাস করানো হয়েছিল। স্টাডি মেটিরিয়াল কিছুই দেওয়া হয়নি। সিলেবাস পর্যন্ত শেষ হয়নি। অথচ এখন পরীক্ষা দিতে বলছে। এভাবে পরীক্ষা দেওয়া যায় নাকি?‌’‌ 

এদিন বিক্ষোভরত পড়ুয়াদের বোঝাতে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ কর্মীরাও তাঁদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের বোঝানো সম্ভব হয়নি। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।


Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Myanmar Update | মৃত্যুপুরী মায়ানমারে ফিল্ড হাসপাতাল বানাচ্ছে ভারত, পরিষেবা দেবেন ১১৮ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
কলকাতায় নেমেই ইডেন গার্ডেন্সে হাজির রাহুল দ্রাবিড়