চিরতরে বিদায় নিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, করোনা কেড়ে নিল আরও এক উজ্জ্বল নক্ষত্র

Sunday, February 6 2022, 6:50 am
highlightKey Highlights

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। কোভিড–১৯ এ আক্রান্ত গায়িকাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে শেষরক্ষা হলো না।


নক্ষত্রপতন! প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ব্যর্থ হল চিকিৎসকদের মাসভরের লড়াই। কোটি কোটি অনুরাগীর প্রার্থনা বিফল হল। ৯২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন 'কোকিলকন্ঠী'।

কোভিড আক্রান্ত ছিলেন সুরসম্রাজ্ঞী

কোভিড–১৯ রিপোর্ট পজিটিভ হওয়ায় সঙ্গীত শিল্পীকে গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালেই চিকিৎসাধীনে ছিলেন তিনি। গত শনিবার থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। তবে শেষ রক্ষা করা গেল না। রবিবার পরলোক গমন করলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

লড়াই শেষ, প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
লড়াই শেষ, প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর সংবাদে শোকস্তব্ধ গোটা দেশ

৯২ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র। লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁর লক্ষ লক্ষ গুণমুগ্ধ ভক্ত লতাজির দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। রবিবার গোটা দেশকে কাঁদিয়ে অমৃতলোকে পাড়ি দিলেন সুরের রানি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগত তথা সারা দেশ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File