সেলিব্রিটি

সংক্রমণ এখনও কমেনি, রয়েছে স্নায়ুজনিত সমস্যাও! জেনে নিন কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা?

সংক্রমণ এখনও কমেনি, রয়েছে স্নায়ুজনিত সমস্যাও! জেনে নিন কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা?
Key Highlights

শরীরে যে সংক্রমণ দেখা দিয়েছিল বর্তমানে তা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। স্নায়ুজনিত সমস্যা এখনও রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে৷

মঙ্গলবার দুপুরে ব্রেন স্ট্রোকের আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা। এখনও সম্পূর্ণ জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। তবে শারীরিক অবস্থার বিশেষ অবনতি হয়নি তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। শরীরে যে সংক্রমণ দেখা দিয়েছিল, তা কিছুটা নিয়ন্ত্রণে। স্নায়ুজনিত সমস্যা এখনও রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে৷

ভেন্টিলেশন থেকে বার করা হল ঐন্দ্রিলাকে, ৬ দিন পর আশার আলো দেখালেন প্রেমিক সব্যসাচী


দু দিন আগেই ফেসবুকে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী লেখেন, 'হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সঙ্গে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।' সেই খবরে আশার আলো দেখছিল ভক্তকুল৷

গত শুক্রবার সন্ধ্যায় প্রথম বার স্বস্তির খবর পাওয়া যায় হাসপাতাল সূত্রে। জানা গিয়েছিল, বাঁ চোখ এবং বাঁ কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা। তার পরেই সব্যসাচীর পোস্ট। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা কমানো হয়েছে, কিন্তু পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টের বাইরে আনা হয়নি তাঁকে।



Bangladesh । “টিভিতে যা দেখাচ্ছে সবই মিথ্যে, রং চড়ানো!" ভারতীয় চ্যানেল ব্যান করার দাবি করলো বাংলাদেশ
Taj Mahal Bomb Threat | তাজমহলে বোমাতঙ্ক! স্থাপত্য চত্বরে তড়িঘড়ি পৌঁছায় বম্ব স্কোয়াড
Kolkata Metro | আর ৫টাকা নয়, মেট্রোতে উঠলেই নূন্যতম ভাড়া পড়বে ১৫টাকা! কোন রুটে, কবে থেকে লাগু হবে নিয়ম?
Devendra Fadnavis | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা! উপমুখ্যমন্ত্রী পদ পেয়ে ক্ষুব্ধ একনাথ শিন্ডে?
2nd Hoogly Bridge । ডিসেম্বরের শহরে প্রথমদিনই বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, যাওয়া আসা করবেন কোন পথে?
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo