টেট পরীক্ষা

অনশনের ৫৩ ঘণ্টা, ধর্নার ৭৪ ঘণ্টা পার! চাকরির দাবিতে অনশনে অবরুদ্ধ করুণাময়ী

অনশনের ৫৩ ঘণ্টা, ধর্নার ৭৪ ঘণ্টা পার! চাকরির দাবিতে অনশনে অবরুদ্ধ করুণাময়ী
Key Highlights

এর আগে দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন আন্দোলনকারীরা তাই আবার ইন্টারভিউ দিতে নারাজ চাকরীপ্রার্থীরা।

সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ চতুর্থ দিন। অনশনের ৪৭ ঘণ্টা এবং ধর্নার ৬৮ ঘণ্টা পার। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের দাবি, তাঁরা দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন, ফের ইন্টারভিউ দিতে নারাজ।                

আমরণ অনশন চাকরিপ্রার্থীদের, কী পরিস্থিতিতে রয়েছে এখন তারা? জেনে নেওয়া যাক আন্দোলনকারীদের বক্তব্য

রাতভর কেউ বসে, আবার কেউ শুয়ে কাটাচ্ছেন রাজপথে। সল্টলেকের করুণাময়ীর সামনে চলছে অবস্থান। চোখে ঘুম নেই। রয়েছে স্বপ্ন ভঙ্গের আশঙ্কা। আর সেই আশঙ্কাকে কোনভাবেই সত্যি না হতে দেওয়ার জেদ নিয়ে এবং নিয়োগের দাবিতে এখনও আমরণ অনশনে ২০১৪’র TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা।                              

TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থী রণজিৎ রায় বলেন, "বাবা দিন মজুর, স্কুলে পড়ার সময় থেকেই শিক্ষকদের দেখে আমার শিক্ষক হওয়ার স্বপ্ন, ছোটবেলা থেকে দেখা সেই স্বপ্ন বাস্তবের কাছে হারিয়ে গেছে, দুর্নীতি আমাদের স্বপ্নকে গলা টিপে মেরেছে।" এরকমই আরেকজন পীযূষ চট্টোপাধ্যায়। স্বপ্নেও ভাবেননি, শিক্ষক হওয়ার স্বপ্ন পুরণ করতে এভাবে রাস্তায় রাত কাটাতে হবে। তাঁর কথায়, "যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা স্কুলে যাচ্ছে এবং খাট পালঙ্কে শুয়ে আছে আর আমাদের ভবিতব্য রাস্তায়, আমরা যদি ডেঙ্গি হয়ে মরে যাই তাহলে কোন সমস্যা নেই।"                                      

একে তো খাওয়া-দাওয়া নেই! তার মধ্যেই পালা করে রাত জাগছেন আন্দোলনকারীরা।  TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থী মৌমিতা ঘোষ বলেন, " পুলিশ কি করে তাই জন্য জেগে থাকতে হচ্ছে পালা করে, কার কি  সুবিধা অসুবিধা তাই দেখার জন্য রাত জাগছি। রাত জাগা, ডেঙ্গি বা ম্যালেরিয়ার ভয় কোন কষ্ট না; কষ্ট হচ্ছে বেকারত্বের।" 


Singur Nurse | প্রকাশ্যে সিঙ্গুরের নার্সের ময়নাতদন্তের রিপোর্ট, জোরালো হচ্ছে আত্মহত্যার সম্ভাবনা
Putin-Modi | ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে মোদিকে ফোন পুতিনের! কীসের জন্য নমোকে ধন্যবাদ জানালেন রুশ প্রেসিডেন্ট?
Bula Chowdhury | চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ উদ্ধার পুলিশের!
Singur Nurse | সিঙ্গুরের নার্সের দেহ ময়নাতদন্তের জন্যে যাচ্ছে কল্যাণী এইমসে! সঙ্গে রয়েছে মৃতার পরিবার
Salt Lake | সল্টলেকে ডেলিভারি বয়ের জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক গাড়িচালক
Breaking News | স্বামী বিবেকানন্দের মূর্তি সরিয়ে বিরিয়ানির দোকান! বীরভূমে বুলডোজার দিয়ে বিল্ডিং গুঁড়িয়ে দিলো পৌরসভা
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar