আগামী ১ মাস ব্যান্ডেল শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হবে, ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের

Saturday, June 4 2022, 10:29 am
highlightKey Highlights

কিছুদিন আগেই ইন্টারলকিং সিস্টেম ঠিক করা হল ব্যান্ডেলর। যার ফলে ট্রেন ক্যানসেল হয়েছিল, তবে ট্রেনের গতি বাড়ানোর কথা হলেও এখন তার উল্টো কথা শোনা যাচ্ছে।


জরুরি কাজের জন্য আগামী এক মাস একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ব্যান্ডেল, কাটোয়া ও বর্ধমান শাখায়। জানা যাচ্ছে বন্ধ রাখা হচ্ছে ১০টি লোকাল ট্রেন।

পূর্ব লেলের তরফে জানানো হয়েছে ব্যান্ডেল স্টেশনে যে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ হচ্ছিল তা শেষ হয়েছে। এছাড়াও ব্যান্ডেল থেকে শক্তিগড় পর্যন্ত থার্ড লাইনের কাজও শেষ হয়েছে। ওই কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল শুরু হলেও কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। সেই সমস্যা দূর করার জন্য আগামী ১ মাস ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। স্বভাবতই এতে যাত্রীদের ভোগান্তির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন : পেপ্যাল সম্পর্কীয় যাবতীয় তথ্য | All necessary information regarding PayPal

Trending Updates

উল্লেখ্য, গত ১৩ মে থেকে যখন এই কাজ শুরু হয় তখন রোজ ৩-৪ ঘণ্টা ট্রেন বন্ধ করা হচ্ছিল। পরে টানা ৩ দিন ব্যান্ডেল স্টেশন বন্ধ রাখা হয়। সেই কাজ শেষ। হওয়ার পর রেলের তরফে দাবি করা হয় ট্রেন চলাচলে গতি আসবে। কিন্তু তা বাস্তবে হচ্ছে না। এখন রেলের তরফে বলা হচ্ছে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই ওই ত্রুটি দূর করার চেষ্টা হচ্ছে। তাই কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File