Durand Cup Derby 2023 | কেরিয়ারের প্রথম ডার্বিতে গোল! নন্দকুমারের গোলে চার বছর পর জয় পেল ইস্টবেঙ্গল!

Saturday, August 12 2023, 4:04 pm
highlightKey Highlights

ডুরান্ডকাপ ২০২৩ এর ডার্বিতে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে চার বছর পর জয় পেল ইস্টবেঙ্গল। নন্দকুমারের গোলেই কার্যত জয় লাল হলুদ দলের।


 দীর্ঘ চার বছর পর জয়ের পতাকা ওড়ালো ইস্টবেঙ্গল (East Bengal)। নন্দকুমারের (Nandakumar Shekhar) গোলে ডার্বিতে (Duran Cup Derby 2023)  ১-০ তে মোহনবাগানকে (Mohun Bagan) হারিয়ে জয় পেল লাল-হলুদ দল। ৬০ মিনিটে  নন্দকুমার শেখরের করা একমাত্র গোলে জয়লাভ করে ইস্টবেঙ্গল। নিজের কেরিয়ারের প্রথম ডার্বিতে খেলতে নেমেই দীর্ঘ বছর পর দলকে জয়ের স্বাদ ফিরিয়ে দেওয়ায় এখন তিনি 'হিরো'ই বটে।

 দীর্ঘ চার বছর পর জয়ের পতাকা ওড়ালো ইস্টবেঙ্গল
 দীর্ঘ চার বছর পর জয়ের পতাকা ওড়ালো ইস্টবেঙ্গল

এদিন ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। এদিন সকালে ক্লেটন সিলভা (Clayton Silva) শহরে পৌঁছে গেলেও তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ইস্টবেঙ্গল শিবিরকে। খেলার শুরুতেই ইস্টবেঙ্গলের হয়ে উইং ধরে বক্সে ঢোকার প্রতিনিয়ত চেষ্টা সিভেরিওর। দুর্দান্ত ট্য়াকেল করেন অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)। ৪২ মিনিটের মাথায় ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। খাবরার শট নিলেও তা গোলমুখে পৌঁছানোর আগেই ক্লিয়ার করে দেন সবুজ-মেরুন ডিফেন্ডাররা। ৪৫ মিনিটের মাথায় সিভেরিওকে লক্ষ্য করে ডান দিক থেকে লো ক্রস দিয়ে মোহনবাগান গোলকিপার বিশাল কায়েথকে বিপন্মুক্ত করেন নন্দকুমার। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে বুমোসের ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিল।

Trending Updates
 ডার্বিতে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল
 ডার্বিতে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল হলুদের উইঙ্গার মাহেশ নাওরেম (Mahesh Naurem) দুরন্ত গতিতে এগোচ্ছিলেন, কিন্তু আনােয়ার আলি (Anayer Ali) দারুণ ট্যাকেল করেন তাঁকে। আক্রমণ ও প্রতি আক্রমণের লড়াইয়ে ৪৮ মিনিটের মাথায় মনবীরকে বাজেভাবে ট্যাকেল করায় হলুদ কার্ড দেখতে হয় ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তীকে (Sauvik Chakraborty)। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতও (Carlos Cuadrat)। খেলার ৫৬ মিনিটের মাথায় আনােয়ার আলির দুর্দান্ত শট অল্পের জন্য বারপোস্টের ওপর দিয়ে চলে যায়। ফলে অল্পের জন্য গোল মিস করে মোহনবাগান। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ৬০ মিনিটের মাথায় নন্দকুমারের গোলে ১-০ তে এগিয়ে যায় লাল হলুদ শিবির। এরপর গোটা ম্যাচে প্রচুর চেষ্টা করেও আর পাল্টা গোল দিতে পারেনি মোহনবাগান। 

নন্দকুমারের গোলেই কার্যত জয় লাল হলুদ দলের
নন্দকুমারের গোলেই কার্যত জয় লাল হলুদ দলের

 চেন্নাইয়ে জন্মগ্রহণ করা ২৭ বছরের তরুণ ফুটবলার নন্দকুমার, নিজের কেরিয়ারের প্রথম ডার্বিতে খেলতে নেমেই গোল করে দলকে জেতান। ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের নায়ক নন্দকুমারের গোলে জেতার পর তাঁকে নিয়ে স্বাভাবিকভাবেই মাতামাতি পড়ে গিয়েছে। গোল করার পর নন্দকুমার বলেন, তার কেরিয়ারের প্রথম ডার্বিতেই তারই করা গোলে দলকে জিতিয়ে খবুই আনন্দিত তিনি।

নন্দকুমার, নিজের কেরিয়ারের প্রথম ডার্বিতে খেলতে নেমেই গোল করে দলকে জেতান
নন্দকুমার, নিজের কেরিয়ারের প্রথম ডার্বিতে খেলতে নেমেই গোল করে দলকে জেতান

 আমি খুব খুশি মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে পেরে। আমার কেরিয়ারে এটা প্রথম ডার্বি আর প্রথম ডার্বিতে গোল করতে পেরে খুশি। আমার গোলে দল জিতেছে। সমর্থকদের থেকে দারুণ সমর্থক পেয়েছি। দুই দলের সমর্থকরাই দারুণ। আমার গোল করে ভালো লাগছে।

নন্দকুমার শেখর
এর আগে শেষবার ২০১৯ সালে ডার্বি জিতেছিল লাল হলুদ শিবির
এর আগে শেষবার ২০১৯ সালে ডার্বি জিতেছিল লাল হলুদ শিবির

উল্লেখ্য, নন্দকুমারে পেশদার ফুটবল খেলা শুরু করেন চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) হয়ে। তবে গত বছর তিনি ওডিশা এফসি-তে (Odisha FC) যোগ দেন। এবার সেখান থেকে তাঁকে দলে সই করিয়েছে লাল হলুদ। আপাতত তিন বছরের জন্য তাঁকে সই করানো হয়েছে ইস্টবেঙ্গলে। তবে তাঁকে দলে নিয়ে যে ভুল হয়নি তারই তার প্রমাণ এদিন দিলেন নন্দকুমার। তার গোলেই চার বছর অর্থাৎ প্রায় ১৬৬৬ দিন পরে ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল। এর আগে শেষবার ২০১৯ সালে ডার্বি জিতেছিল লাল হলুদ শিবির। সেই বছর জানুয়ারিতে মোহনবাগানকে  হারিয়েছিল লাল হলুদ দল। এই জয়ের ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে স্থান পেল কার্লোস কুয়াদ্রাতের দল। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File