আন্তর্জাতিক

ফের ভয়াবহ ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়া, সুনামি নিয়ে জারি করা হয়েছে সতর্কতা

ফের ভয়াবহ ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়া, সুনামি নিয়ে জারি করা হয়েছে সতর্কতা
Key Highlights

ফের ইন্দোনেশিয়ায় ভূমিকম্প। তবে এখনও পর্যন্ত সেখানে কোনও রকমের সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সিসমোলজিক্যাল এজেন্সি বিএমকেজি।

ইন্দোনেশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, স্থানীয় সময় ৮.৩৭ নাগাদ এই ভূমিকম্পটি হয়। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, সুমাত্রায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎসস্থল সুমাত্রার পশ্চিম উপকূলের শহর বেংকুলুর প্রায় ২০০ কিমি দক্ষিণ-পশ্চিমে আর অন্যদিকে রাজঝানী জাকার্তার ৬৭০ কিমি উত্তর-পশ্চিমে।

প্রশান্ত মহাসাগরীয় প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়

ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। তবে ইন্দোনেশিয়ার সিসমোলজিক্যাল সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির তথ্য এখনও সেরকম পাওয়া যায়নি।

এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ায় হওয়া সব থেকে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ৯.১। যা ২০০৪-এর ডিসেম্বরে সুমাত্রার পশ্চিম উপকূলে আঘাত হানে। ফলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শুধু নয় ভারত মহাসাগরীয় এলাকায় সুনামী আঘাত করে। সেই সুনামীতে শুধু ইন্দোনেশিয়াতেই দুলক্ষের ওপর মানুষের মৃত্যু হয়েছিল।