আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ১৬২জন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ১৬২জন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে
Key Highlights

শক্তিশালী ভূমিকম্পের জেরে আবারও কেঁপে উঠল ইন্দোনেশিয়া। জাভাতে অনুভূত হয়েছে ৫.৪ মাত্রার শক্তিশালী কম্পন।

তীব্র কম্পনের ফলে একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা দেশ। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল কম্পনের ফলে এখনও পর্যন্ত মোট ১৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত কমপক্ষে ৩২৬ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, তীব্র কম্পনে একাধিক বহু বাড়ি-বহুতল ভেঙে পড়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক

ইন্দোনেশিয়ার ভূমিকম্পের জেরে বহু মানুষ ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। বিপর্যয় বাহিনীকে কাজে লাগানো হয়েছে উদ্ধারকাজে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক গোটা দেশজুড়ে। কার্যত ইতিমধ্যে আফটার শকের সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। মানুষজনকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত কোনও রকমের সুনামি সতর্কতা জারি করা হয়নি বলেই জানা যাচ্ছে।

রাজধানীতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। তবে জাভার গভনর এক বার্তাতে জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, ৩২৬ জন আহত বলেও জানিয়েছেন তিনি। তবে মৃতের সংখ্যা যে আরও বাড়বে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাভার গভনর। বলে রাখা প্রয়োজন, ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিমি নিচে। এমনটাই জানাচ্ছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট। শুধু তাই নয়, স্থানীয় সময় ১১ টা ৫১ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি অনুভূত হয় বলেও জানানো হয়েছে।



Madhyamgram Blast | প্রেমের টানেই সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসে? বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক তথ্য এলো পুলিশের হাতে
Shramshree | দেওয়া হবে মাসে মাসে ৫ হাজার টাকা, মিলবে আরও সুবিধা! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পের ঘোষণা!
US-India | শুল্ক যুদ্ধের মাঝে বাণিজ্য বিভ্রাট, ভারত সফর বাতিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের
Shubhanshu Shukla | ঘরের ছেলে ফিরলো ঘরে, দেশের মাটিতে পা রাখলেন 'স্পেস বয়' শুভাংশু শুক্লা
Salt Lake | সল্টলেকে ডেলিভারি বয়ের জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক গাড়িচালক
Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla