খেলাধুলা

শেষ মুহূর্তে গোল খেয়ে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করল মহমেডান

শেষ মুহূর্তে গোল খেয়ে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করল মহমেডান
Key Highlights

ডুরান্ড কাপে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা হল না মহমেডানের। তবে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাচ্ছে তারা।

অল্পের জন্য মহমেডান অঘটন ঘটাতে পারল না। শক্তিশালী বেঙ্গালুরু এফসি-কে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। অতিরিক্ত সময়ে গোল হজম করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল তাদের। ডুরান্ড কাপে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা হল না। তবে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাচ্ছে মহমেডান।

বেঙ্গালুরুর বিরুদ্ধে বল দখলের লড়াইয়ে মহমেডানের খেলোয়াড়রা

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মহমেডান। ১৩ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন প্রীতম সিংহ। আভাস থাপার ক্রস থেকে শেখ ফৈয়াজের শট বাঁচিয়ে দেন বেঙ্গালুরুর গোলকিপার লারা। ফিরতি বল জালে জড়িয়ে দেন প্রীতম। প্রথমার্ধে বেঙ্গালুরুকে সে ভাবে খেলতেই দেয়নি মহমেডান। রয় কৃষ্ণ, সুনীল ছেত্রীদের গোল করার কোনও সুযোগই দেয়নি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রায় সমতা ফিরিয়েছিল বেঙ্গালুরু। ৪৭ মিনিটের প্রবীর দাসের দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন মহমেডান গোলকিপার জোথান মাউইয়া। ৬৩ মিনিটে অভিষেক হালদারের দূরপাল্লার শট আটকে দেন বেঙ্গালুরুর গোলকিপার। দশ মিনিট পরেই ধাক্কা খায় মহমেডান। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অভিষেক।


Kasba Case | উধাও নির্যাতিতা! কোথায় আছেন জানে না পুলিশ! কসবা কাণ্ডে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন
Air India | মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের!
Ahmedabad Plane Crash | আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যুক্ত হতে চায় রাষ্ট্রসংঘ, প্রস্তাব প্রত্যাখ্যান করলো ভারত!
DA | এবারও ডিএ দিল না রাজ্য, সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাইলো সরকার!
Olympic 2036 | পুরোপুরি স্থগিত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলো ভারত!
Puri Lord Jagannath | বর্বর শবরদের ‘ট্রাইবাল গড’ থেকে রাজ-পুরী! ৯০০ বছর পরেও নীচবর্ণের হাতে পুজো পান ভক্তের ভগবান প্রভু জগন্নাথ
Axiom Mission 4 Live | শুভাংশু শুক্লার সাথে কথোপকথন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মহাকাশ থেকে কী বার্তা দিলেন শুভাংশু?