West Bengal Weather | উত্তর-পূর্ব বিহার ও সিকিম এবং অসমের ওপর অবস্থান করছে পৃথক দু'টি ঘূর্ণাবর্ত! স্বস্তি পাবে বাংলা? সতকর্তা জারি করা হলো ৮টি জেলায়!

Thursday, April 18 2024, 7:25 am
highlightKey Highlights

উত্তর-পূর্ব বিহার ও সিকিম এবং অসমের ওপর পৃথক দু'টি ঘূর্ণাবর্ত অবস্থান করার ফলে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বাড়বে গরম।


 গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। দহনজ্বালা থেকে মুক্তি কবে পাওয়া যাবে এই প্রশ্ন সকলেরই। তবে এখনই স্বস্তি মিলবে না বলে জানিয়ে দিলো আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে ক্রমশ অস্বস্তিকর হবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই চলবে তাপপ্রবাহ। যার জন্য এমনকি বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে আটটি জেলাকে। তবে উত্তর-পূর্ব বিহার এবং হিমালয়ের পাদদেশীয় ও সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এদিকে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব অসমের উপরে। এই আবহে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) সামান্য বদল হলেও হতে পারে। বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস

কলকাতার আবহাওয়া :

Trending Updates

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস, যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরফেরা করতে পারে ২৯ ডিগ্রির ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সঙ্গে থাকবে উষ্ণ ও আর্দ্রতাযুক্ত আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরফেরা করবে, যা কি না স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে। ক্রমেই ১৯ তারিখে থেকে কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এদিকে আগামী সাত দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝিতে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস ওপরে।

দক্ষিণবঙ্গের আবহওয়া :

হাওয়া অফিস বলছে, তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে। প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে বেরোতেও নিষেধ করা হচ্ছে।  ১৮ এপ্রিল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকবে গরম আবহাওয়ার সতর্কতা। কলকাতার পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুষ্ক আবহওয়া থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা জায়গায় জায়গায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। এর জেরে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে  থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। এদিকে তারপরে আরও বাড়বে পারদ। এর জেরে সেই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। ১৯, ২০, ২১ এবং ২২ এপ্রিল, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এবং নদিয়ায়। এর মধ্যে কমলা সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে।  

তাপপ্রবাহর জন্য বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে আটটি জেলাকে
তাপপ্রবাহর জন্য বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে আটটি জেলাকে

প্রসঙ্গত, বৈশাখে কাঠফাঁটা গরমের মাঝেই বৃহস্পতিবার সাতসকালে শীতের পরিবেশ তৈরী হয় বাঁকুড়ায়। ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় হতবাক বাঁকুড়ার মানুষ। শুধু বাঁকুড়াই নয়, কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতেও একই চিত্র দেখা গিয়েছে। কুয়াশা এতটাই ঘন ছিল যে পঞ্চাশ ফুটের বস্তুকেও ঠিকমতো ঠাহর করা যাচ্ছিল না। ফলে যানবাহনের গতি শ্লথ হয়ে যায়। ট্রেন চলাচলও ধীর গতিতে করে। তবে বেলা বাড়তেই আবার কুয়াশার আস্তরণ সরিয়ে মাথার উপর উঠতে শুরু করেছে গনগনে সূর্য। বাড়তে শুরু করেছে গরমও।

উত্তরবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণে বৃষ্টি নিয়ে কোনও সুসংবাদ শোনাতে না পারলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহণ। তার মধ্যেই সেখানে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই দিনাজপুর এবং মালদহ বাদে উত্তরের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি চলবে। নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস।

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে
উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার ও সিকিম এবং অসমের ওপর পৃথক দু'টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টি হবে আগামী চারদিন। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উপর থেকে উচ্চচাপ বলয় সরে যাওয়ায় গরম বাতাস হুহু করে গাঙ্গেয় বঙ্গে ঢুকছে। কিন্তু সমুদ্র থেকে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে না। ফলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে না। ফলে দক্ষিণবঙ্গে বজায় থাকছে অস্বস্তিকর আবহাওয়া। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File