WB SSC Scam: পার্থ -অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন মঞ্জুর করল আদালত

Tuesday, August 23 2022, 11:20 am
WB SSC Scam: পার্থ -অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন মঞ্জুর করল আদালত
highlightKey Highlights

পার্থ-অর্পিতার নিরাপত্তার কথা মাথায় রেখে জেল কর্তৃপক্ষের আবেদনে সাড়া, পার্থ ও অর্পিতার ভারচুয়াল শুনানির আবেদন মঞ্জুর করল আদালত।


এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তারির পর থেকে একাধিকবার তাঁদের হাসপাতালে ও আদালতে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিক্ষেত্রে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। তা সত্ত্বেও চলতি মাসের শুরুতে জোকা ইএসআই হাসপাতালে এক মহিলা জুতো ছুঁডে়ছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে।

আদালতে তোলা ও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বারবার বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়েছে। ফলে পার্থ-অর্পিতার নিরাপত্তা নিয়ে সংশয় ছিলই। তাদের নিরাপত্তার ঘটনার কথা মাথায় রেখে প্রেসিডেন্সি জেলের তরফে আদালতে ভার্চুয়াল শুনানির আরজি জানানো হয়।

আরও পড়ুন: Anubrata Mondal: বিচারককে হুমকি, জামিন না দিলে মাদক মামলায় ফাঁসবে পরিবার!

দীর্ঘদিন পরে জেল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিল আদালত। এবার সশরীরে নয় ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, মন্ত্রীর নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১শে আগস্ট জেল থেকে ভারচুয়ালি আদালতে হাজিরা দেবেন তিনি।

সশরীরে হাজিরা হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে পার্থ ও অর্পিতাকে ভারচুয়াল হাজিরার অনুমতি দিলে সুবিধা হয়।

জেল কর্তৃপক্ষের তরফে বলা হয়



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File