মহেশ ভাটের বিরুদ্ধে বিস্ফোরক পাক অভিনেত্রী মিরা

Thursday, August 11 2022, 9:21 am
highlightKey Highlights

মহেশ ভাট (Mahesh Bhatt) সম্পর্কে বিতর্কের অন্ত নেই। এবার তাঁকে কাঠগোড়ায় তুলেছেন পাক অভিনেত্রী। চড় মারা থেকে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছিলেন।


বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাটের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছিলেন পাক অভিনেত্রী মীরা। কিন্তু, মহেশ ভাটের নামেই বড়সড় অভিযোগ এনেছেন তিনি। ২০১১ সালে এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছিলেন, বলি ইন্ডাস্ট্রিতে মহেশ ভাটকে তিনি মেন্টর মানেন। কিন্তু, মহেশ ভাট মীরা কে নিয়ে খুবই পজেসিভ ছিলেন। শুধু তাই নয়, মীরাকে চড় মারা থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছিলেন।

পরিচালক মহেশ ভাটের Nazar ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রথমবার কাজের সুযোগ পেয়েছিলেন মীরা। এই ছবিতে মীরার বিপরীতে অভিনয় করেছিলেন অস্মিত প্যাটেল। মহেশ ভাট বলি ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য পরিচালক হলেও তাঁর বিরুদ্ধে বিতর্কেরও খামতি নেই। বিভিন্ন সময় নানান বিতর্কে জড়িয়েছেন খ্যাতনামা পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)।

Trending Updates

আমি রাম গোপাল বর্মা, মনিরত্নম, সুভাষ ঘাইয়ের মতো বলিউডের প্রথমসারির পরিচালকদের সঙ্গে কাজের প্রস্তব পেয়েছিলাম। কিন্তু, মহেশ ভাট আমাকে কারও সঙ্গে কাজ করতে দেননি। একদিন রাতে আমি সুভাষ ঘাইয়ের সঙ্গে দেখা করি। সেই কথা আমি মহেশ ভাটকে জানাই। তখন আমার উপর রাগ করে চিৎকার শুরু করেন। তারপর কষিয়ে দুটো তিনটে চড়ও মারেন।" আমাকে নিজের সম্পত্তি মনে করতেন। মহেশ ভাট আমাকে ওনার জীবনের বিশেষ মানুষ ভাবতেন।

মীরা মহেশ ভাট



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File