Vande Sadharan Express । 'বড়লোকদের ট্রেন' বন্দে ভারত! একই সুবিধা ও আদলে আসছে কম খরচের 'বন্দে সাধারণ'!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

বন্দে ভারতের টিকিটের মূল্য বেশি হওয়ায় অনেকেই সামর্থের জন্য এই ট্রেনে চড়তে পারেন না। যার ফলে কম খরচে বন্দে ভারতের আদলেই 'বন্দে সাধারণ' ট্রেন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।


বর্তমানে দেশ জুড়ে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) রমরমা অবস্থা। বারংবার বন্দে ভারতের নানান সমস্যা ও দুর্ঘটনার খবর  উঠে এলেও, এই সেমি হাইস্পিড ট্রেনটিতে চড়তে চান সকল দেশবাসীই। তবে অনেকের কাছেই এই ট্রেন নাকি 'বড়োলোকের রেল'। এর কারণ হিসেবে সাধারণ মানুষ তুলে ধরেছেন বন্দে ভারতের টিকিটের মূল্য। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত সকল জনগণই বন্দে ভারতের টিকিটের দাম নিয়ে কটাক্ষ করেছেন একাধিক বার। তবে এবার আম জনতার জন্য সুখবর আনতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। কম মূল্যে বন্দে ভারত-এর মতো সুবিধা-সহ একটি নন -এসি ট্রেন চালু করতে চলেছে ভারত সরকার।

যাদের বন্দে ভারতে ওঠার সামর্থ্য থাকে না তাদের জন্য বন্দে সাধারণ চালুর পরিকল্পনা 
যাদের বন্দে ভারতে ওঠার সামর্থ্য থাকে না তাদের জন্য বন্দে সাধারণ চালুর পরিকল্পনা 

সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেসের আদলেই এক নতুন ট্রেন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার (Central Government)। আর এই ট্রেনের নাম হবে 'বন্দে সাধারণ' (Vande Sadharan)। মূলত যেসব দরিদ্র শ্রেণির মানুষের ইচ্ছা থাকলেও বন্দে ভারতের মতো ঝাঁ চকচকে, উচ্চ গতি সম্পন্ন, নামি ট্রেনে ওঠার সামর্থ্য থাকে না তাদের জন্যই 'বন্দে সাধারণের' প্রকল্প। তবে এই ট্রেনটি নন -এসি অর্থাৎ এসি বিহীন হলেও এর গতি হবে বন্দে ভারতের মতোই। এমনকি দেখতেও হবে অবিকল। পাশাপাশি এই ট্রেনের অসংরক্ষিত এবং দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচও (Second Class Sleeper Coach) থাকবে।

Trending Updates
 ট্রেনটি নন -এসি হলেও এর গতি হবে বন্দে ভারতের মতোই
 ট্রেনটি নন -এসি হলেও এর গতি হবে বন্দে ভারতের মতোই

কী কী থাকবে 'বন্দে সাধারণে' ? । What Will Be in Vande Sadharan?

সূত্রের খবর, লোকোমোটিভের (Locomotives) সাহায্যে চলবে এই নতুন ট্রেন। সাধারণত ভারতীয় রেলে একটি লোকোমোটিভ থাকে। তবে 'বন্দে সাধারণে' দুই দিকেই লোকোমোটিভ থাকতে পারে। এর ফলে বাড়বে ট্রেনের গতি। এছাড়াও জানা গিয়েছে, এই ট্রেনে থাকবে ৮টি সেকেন্ড ক্লাসের জেনারেল কোচ ও  ১২টি স্লিপার কোচ, ২টি লাগেজ, গার্ড এবং দিব্যাং কোচ। তবে এই সকল কোচই হবে নন-এসি।

 লোকোমোটিভের সাহায্যে চলবে এই নতুন ট্রেন
 লোকোমোটিভের সাহায্যে চলবে এই নতুন ট্রেন

উল্লেখ্য, বন্দে ভারতের আদলে তৈরী এই ট্রেনের এখনও নাম চূড়ান্ত করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে রেলের নাম  বন্দে সাধারণ বা বন্দে অন্ত্যোদয় হবে। রেলের এক আধিকারিক জানান, নতুন ট্রেনের প্রোটোটাইপ বন্দে সাধারণ এক্সপ্রেস চলতি বছরের শেষ নাগাদ প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে। রেলওয়ে বোর্ড (Railway Board) অক্টোবরের মধ্যে এই ট্রেন ট্র্যাকে নামানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও খবর। ইতিমধ্যেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) এ নতুন ট্রেনের লোকোমোটিভ তৈরির কাজ চলছে। অন্যদিকে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (Integral Coach Factory) এই ট্রেনের বগি তৈরি করা হচ্ছে বলে খবর। ফলে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বন্দে সাধারণ চালু হওয়ার খবর সরকারিভাবে প্রকাশ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File