Ayodhya Ram Mandir | অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে বাড়বে বিশেষ কিছু স্টক! চলছে একের পর এক নতুন প্রকল্প পরিকল্পনা!

Tuesday, January 16 2024, 2:01 pm
highlightKey Highlights

অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের জন্য একাধিক নতুন প্রকল্প শুরু করতে চলেছে বাজেট ও লাক্সারি হোটেল সংস্থাগুলি। রামমন্দিরের কারণেই লাভবান হতে পারেন বিশেষ কিছু স্টকের বিনিয়োগকারীরা।


 ২২সে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন (Ayodhya Ram Mandir inauguration)। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনের অপেক্ষা করছে গোটা দেশ। গোটা অযোধ্যা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেবল সকল রাম ভক্তের জন্যই নয়, বিশেষজ্ঞদের আশা, এই অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) ভবিষ্যতে হয়ে উঠতে পারে অযোধ্যার অন্যতম পর্যটক কেন্দ্র। আর তার জন্যই একের পর এক নতুন প্রকল্প শুরু করতে চলেছে বাজেট ও লাক্সারি হোটেল সংস্থাগুলি। ইতিমধ্যে সেখানে হোটেল তৈরির জন্য উত্তর প্রদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভিভান্তা এবং জিনজার ব্র্যান্ড। এছাড়াও ওই তালিকায় রয়েছে ওয়ো (Oyo) হোটেল সংস্থা। হোটেল সংস্থাগুলির পাশাপাশি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ (Ayodhya Ram Mandir construction) এর কারণে লাভবান হতে পারেন আম জনতাও!

অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের জন্য একাধিক নতুন প্রকল্প শুরু করতে চলেছে বাজেট ও লাক্সারি হোটেল সংস্থাগুলি
অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের জন্য একাধিক নতুন প্রকল্প শুরু করতে চলেছে বাজেট ও লাক্সারি হোটেল সংস্থাগুলি

আসলে আসলে শেয়ার বাজারে এমন কয়েকটি স্টক রয়েছে, যেগুলো অযোধ্যা রাম মন্দির উদ্বোধন (Ayodhya Ram Mandir inauguration) এর সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিতে পারে। কিন্তু কী করে? অযোধ্যায় রাম মন্দির নির্মাণ (Ayodhya Ram Mandir construction) এর জন্য এবং তা উদ্বোধনের জন্য কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার অযোধ্যাকে ঢেলে সাজাতে ও মন্দিরের প্রচার সারতে কোনও কসুর করেনি। উদ্বোধনের মাস খানেক আগের থেকেই জোর কদমে চলছে প্রচার, সাজসজ্জা। যার ফলে মনে করা হচ্ছে,নিকটবর্তী সময়ে রাম মন্দিরের পাশাপাশি গোটা অযোধ্যায় পর্যটকদের ঢল নামবে। সেই পরিস্থিতিকে বিচার করে একাধিক কোম্পানি অযোধ্যায় নিজেদের ব্যবসা শুরু করছে। আর এই কোম্পানিগুলোর শেয়ারই বিনিয়োগকারীদের শীঘ্রই ধনী করে তুলতে পারে বলেই ধারণা। দেখে নিন সেই স্টকের তালিকায় রয়েছে কী কী।

Trending Updates

আইআরসিটিসি । IRCTC :

অযোধ্যা রাম মন্দিরের কারণে রেল কোম্পানি আইআরসিটিসির শেয়ার আগামী দিনে চড়চড় করে বাড়তে পারে বলে আশাকাঙ্খী বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার পর সংস্থাটি অনেক বিশেষ ট্যুর প্যাকেজ ও বিশেষ ট্রেন চালু করতে চলেছে। রেল সূত্রে খবর, রাম মন্দির উদ্বোধনের পর দেশের সব প্রান্ত থেকে হাজার হাজার তীর্থযাত্রীকে সুপারফাস্ট ট্রেনে অযোধ্যায় আনার জন্য ডেক প্রস্তুত করা হচ্ছে। আস্থা স্পেশাল নামে, এই ট্রেনগুলিকে একটি 'সামাজিক-সাংস্কৃতিক' পণ্য হিসাবে ব্র্যান্ড করা হচ্ছে। ফলে অযোধ্যায় পর্যটন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোম্পানির আয়ও বাড়বে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৪৬.৮০% রিটার্ন দিয়েছে।

অযোধ্যা রাম মন্দিরের কারণে রেল কোম্পানি আইআরসিটিসির শেয়ার আগামী দিনে চড়চড় করে বাড়তে পারে
অযোধ্যা রাম মন্দিরের কারণে রেল কোম্পানি আইআরসিটিসির শেয়ার আগামী দিনে চড়চড় করে বাড়তে পারে

ইন্ডিগো । IndiGo :

রামমন্দিরের জন্য বাড়তে পারে ইন্ডিগোর স্টক (Indigo Stock)। কারণ বিশেষত রামমন্দিরের কারণেই অযোধ্যায় একটি নতুন বিমানবন্দর চালু হয়েছে।অযোধ্যা বিমানবন্দর হতে চলেছে দেশে ইন্ডিগো বিমান সংস্থার ৮৬তম গন্তব্যস্থল।  ইন্ডিগো সর্বপ্রথম এখান থেকে পরিষেবা শুরু করেছে। এই বিমান বন্দরটি আন্তর্জাতিক মর্যাদা পাওয়ায় বিদেশ থেকেও সরাসরি পর্যটকেরা অযোধ্যায় আসতে পারবেন। ইন্ডিগো' র ব্যবসা যে এই সময় দুর্দান্ত চলবে, তা বলাই বাহুল্য। যার সুপ্রভাব পড়বে ইন্ডিগোর স্টক (Indigo Stock)এ। গত এক বছরে এই শেয়ারটি ৫০.৪৩ শতাংশের রিটার্ন দিয়েছে।

এল আন্ড টি । L&T :

রাম মন্দির নির্মাণের কাজে যুক্ত রয়েছে এল আন্ড টি। এই সংস্থাটি দিল্লির লোটাস টেম্পল থেকে স্ট্যাচু অফ ইউনিটি-ও তৈরি করেছে। দেশের বৃহত্তম অবকাঠামো সংস্থাগুলির মধ্যে একটি। গত এক বছরে বিনিয়োগকারীদের ৬৭ শতাংশের রিটার্ন দিয়েছে এল আন্ড টি স্টক মূল্য অর্থায়ন (L&T Finance stock price)। আশা করা যাচ্ছে রাম মন্দির খোলার সঙ্গে সঙ্গে শেয়ারটি বিনিয়োগকারীদের আরও লাভ হবে।

 প্র্যাভেগ এলটিডি । Praveg Ltd :

এটি হসপিটালিটি ও ট্যুরিজম খাতের একটি কোম্পানি। অযোধ্যায় পর্যটকের সংখ্যা বৃদ্ধির পর এই কোম্পানির শেয়ারের দাম বাড়বে বলেই মনে করা হচ্ছে। এমনকি গত এক বছরে এই কোম্পানির শেয়ার র মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। এক বছরে শেয়ারের বৃদ্ধির পরিমাণ ২৫৪ শতাংশের বেশি।

তাজ হোটেল । Taj Hotel :

টাটা গ্রুপের কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেল ব্র্যান্ড 'তাজ'-এর মালিক। অযোধ্যার পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখে এই শহরেও ব্যবসার প্রসার করেছে। আশা করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে কোম্পানির ব্যবসা আরও বৃদ্ধি পাবে। সম্প্রতি লাক্ষাদ্বীপেও দুটি রিসর্ট তৈরির ঘোষণা করেছে এই কোম্পানি। গত এক বছরে এই শেয়ারে রিটার্নের পরিমাণ ৪৬  শতাংশের বেশি।

অযোধ্যায় হোটেল তৈরির জন্য উত্তর প্রদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভিভান্তা এবং জিনজার ব্র্যান্ড
অযোধ্যায় হোটেল তৈরির জন্য উত্তর প্রদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভিভান্তা এবং জিনজার ব্র্যান্ড

উল্লেখ্য, অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) তৈরি হতেই পর্যটকদের অন্যতম গন্তব্য হতে চলেছে অযোধ্যা। আর তার জন্যই একের পর এক নতুন প্রকল্প শুরু করতে চলেছে বাজেট ও লাক্সারি হোটেল সংস্থাগুলি। ইতিমধ্যে সেখানে হোটেল তৈরির জন্য উত্তর প্রদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভিভান্তা এবং জিনজার ব্র্যান্ড। এছাড়াও ওই তালিকায় রয়েছে ওয়ো। জানা গিয়েছে, পাঁচ একরেরও বেশি জায়গায় তৈরি হবে দুই হোটেল।যে হোটেলগুলি তৈরি করা হচ্ছে সেগুলি বিমানবন্দরের কাছাকাছি এলাকাতেই তৈরির পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, ভিভান্তা হোটেলে ১০০টি ঘর তৈরি করা হবে। এছাড়াও বড় ব্যাঙকোয়েট স্পেশ থাকবে। পাশাপাশি সুইমিং পুল, হেল্থ ক্লাব, রেস্টুরেন্টের সুবিধাও থাকবে। অন্যদিকে জিনজার হোটেলেও সারাদিন রেস্টুরেন্টের সুবিধা থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File