Dharmendra | ধর্মেন্দ্র সহ আরও দু'জনের বিরুদ্ধে আদালতের সমন জারি! 'গরম ধর্ম ধাবা'র নামে প্রতারণার অভিযোগ

Tuesday, December 10 2024, 12:49 pm
highlightKey Highlights

প্রতারণার মামলায় বলিউড বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র সহ আরও দু'জনের বিরুদ্ধে সমন জারি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের।


প্রতারণার মামলায় বলিউড বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র সহ আরও দু'জনের বিরুদ্ধে সমন জারি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের! অভিযোগ, উত্তরপ্রদেশের NH 24/NH 9এ 'গরম ধর্ম ধাবা'র ফ্র্যাঞ্চাইজি খোলার প্রস্তাব নিয়ে ধর্মেন্দ্রর তরফে অভিযোগকারী দিল্লির ব্যবসায়ী সুশীল কুমারের কাছে গিয়েছিলেন সহ অভিযুক্তরা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৪১ লাখ টাকা বিনোয়েগের পরিপ্রেক্ষিতে তাঁকে ৭ শতাংশ প্রফিট দেওয়া হবে। এরপর সুশীল ১৭.৭০ লক্ষ টাকার চেক দেন এবং ধাবার জন্য জমিও ক্রয় করেন। কিন্তু তারপর থেকে উদ্যোক্তারা কেউই যোগাযোগ করেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File