পুজো কার্নিভালে দলের পারদর্শিতার ফলে রাজ্যের পক্ষ থেকে পুরস্কৃত হলেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

অসুস্থ থাকা সত্ত্বেও অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্নিভালে পারফর্ম করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী ও তাঁর দল। অনুষ্ঠানের আগের দিনও মহড়া দিয়েছেন সৌরভপত্নী।


এবারের পুজো কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্য ডোনা গঙ্গোপাধ্যায় ডান্স গ্রুপকে বিশেষ সম্মান দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। অসুস্থ থাকা সত্ত্বেও অনুষ্ঠানের আগের দিনও ডোনা মহড়া দিয়েছেন।এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে ডোনার দল পারফর্ম করেছেন। কাজের প্রতি এই নিষ্ঠা এবং প্রেজেন্টেশন-এর জন্য ডোনা গঙ্গোপাধ্যায়কে এই বিশেষ পুরস্কার দেবে রাজ্য সরকার।

এবছরের পুরো পুজোটা উদ্বেগের মধ্যেই কেটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের৷ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়৷ মহারাজ তাই নিজের পাড়ার দুর্গাপুজো প্যান্ডেলে আনন্দ করলেও নিয়মিত হাসপাতালঘর করেছেন৷ তবে কয়েকদিনের মধ্যেই স্বস্তি ফিরে পেয়েছেন গাঙ্গুলী পরিবার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ডোনা গাঙ্গুলী৷

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের ক্ষমতায় আসার পর থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আর চার-পাঁচদিনে সীমাবদ্ধ রাখেনি। বরং উৎসবকে ব্যপ্ত করে দিয়েছেন সময় এবং আয়োজনের নিরিখে। বিসর্জনের বিষাদ ঢাকতে কয়েকবছর ধরেই মুখ্যমন্ত্রী এই কার্নিভালের আয়োজন করেছেন।  ২০১৯-এর পর দু’বছর কোভিডের জন্য এই মেগা কার্নিভাল আয়োজন করা যায়নি। তাই এবারের কার্নিভাল ঘিরে জাঁকজমক ছিল অনেক বেশি। এছাড়াও ইউনেস্কোর পক্ষ থেকে বিশেষ সম্মান লাভের পর এই কার্নিভালের জাকজমক আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File