দীপাবলি ২০২৪

Diwali Decoration 2024 । দীপাবলিতে আপনার অন্দরমহল সাজিয়ে তুলুন এইভাবে, নজর কাড়বে সব্বার

Diwali Decoration 2024 । দীপাবলিতে আপনার অন্দরমহল সাজিয়ে তুলুন এইভাবে, নজর কাড়বে সব্বার
Key Highlights

দীপাবলি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জাগ্রত হওয়ার উৎসব। বছরের এই একটা সময় আলোয় সেজে ওঠে মফস্বল থেকে মহানগর। রাজপথ থেকে বিল্ডিং কমপ্লেক্স, নানারঙের ঝাড়লণ্ঠন এবং টুনি বাল্বে ভরে ওঠে চারিদিক। তবে, দীপাবলিতে বাড়ি সাজিয়ে তুলতে অঢেল টাকা খরচ করতে হবে না। সাধারণ কিছু জিনিসেও ভোল বদলে যেতে পারে অন্দরমহলের। রইলো তারই হদিশ

দীপাবলি আলোর উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জাগ্রত হওয়ার উৎসব। বছরের এই একটা সময় আলোয় সেজে ওঠে মফস্বল থেকে মহানগর।  রাজপথ থেকে বিল্ডিং কমপ্লেক্স , নানারঙের ঝাড়লণ্ঠন এবং টুনি বাল্বে ভরে ওঠে চারিদিক। পুরোনোকে বিদায় করে নতুন সাজে সেজে ওঠে চেনা অন্দরমহল।  তাই হরেক রকমের আতশবাজি, ল্যাম্পশেড, টুনিবাল্বে ছেয়ে যায় বাজার। তবে , দীপাবলিতে বাড়ি সাজিয়ে তুলতে অঢেল টাকা খরচ করতে হবে না। সাধারণ কিছু জিনিসেও ভোল বদলে যেতে পারে ঘরের। রইলো তারই হদিশ। 

মোমবাতি:  দীপাবলির সবথেকে বড় আকর্ষণ মোমবাতি। আট থেকে আশি মোমবাতিতে মোহিত। তাই পুজোর আগে বাজার ছেয়ে গিয়েছে হরেক রকমের মোমবাতিতে। গোল লম্বা, সরু থেকে মোটা, বেঁটে থেকে লম্বা, সাদা থেকে রঙিন– তার নানা রকম রং আর গড়ন। এছাড়াও, ঘরের অন্দরকে এস্থেটিক ছোঁয়া দিতে ব্যবহার করতে পারেন ওয়াটার ক্যান্ডেলও। 

রঙ্গোলি:  বাঙালি বাড়িতে চালের গুঁড়ো বা চকখড়ি দিয়ে মেঝেতে সাদা আলপনা আঁকার চল বরাবরই ছিল। অবাঙালিদের হাত ধরে গত কয়েক বছরে উৎসব অনুষ্ঠানে রঙ্গোলি আঁকা প্রচলিত হয়েছে। কালীপুজোর আগে নজর কাড়তে ড্রইং রুমের ঠিক মাঝখানটিতে এঁকে ফেলতে পারেন রঙিন রঙ্গোলি। 

ফুল সজ্জা :  তাজা ফুলের কদরই আলাদা। একটি ব্রোঞ্জের বাটির কানায় কানায় জলপূর্ণ করে তার ওপরে ছড়িয়ে দিতে পারেন তাজা ফুলের পাপড়ি।  মুহূর্তে বদলে যাবে অন্দরমহলের আবহ। সদ্য ফোঁটা পদ্মও এভাবে সাজিয়ে রাখতে পারেন ঘরের কোনায় কোনায়, তাজা ফুলের মালা দিয়ে সাজাতে পারেন প্রবেশপথও। প্রশংসা পাবেনই।  

কাচের বোতল:  পরিত্যক্ত কাচের বোতলের গায়ে রঙিন নকশা এঁকে ভিতরে ছোট্ট টুনি বাল্ব ঢুকিয়ে দিলেই তৈরী হয়ে যাবে ঘর বারান্দা সাজানোর দারুন উপকরণ। রংবাহারি বাল্বের আলোতে মায়াবী পরিবেশ সৃষ্টি হবে অন্দরে। 

ল্যাম্পশেড:  আপনার বেডরুম বা ড্রয়িং রুমকে আকর্ষণীয় করে তুলতে কিনতে পারেন ল্যাম্পশেড। ছোট-বড়-মাঝারি, হরেক রকম আকার, ডিজাইন ও রঙে ল্যাম্পশেড বাজারে পাওয়া যায়। পছন্দসই বাহারি ল্যাম্পশেডে ঘরের সৌন্দর্য বাড়বে বই কমবে না।

এছাড়াও, আজকাল বাজারে বিভিন্ন ধরনের বৈদ্যুতিন আলো পাওয়া যায়। বছরের এই সময়টায় চিনে বাজার ছেয়ে যায় হরেক আলোর সম্ভারে। ব্যাটারিচালিত আলোর কদরও এ বছর বেশ ভাল। ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এক একটি ঘরে এক এক রকম নকশার আলো ব্যবহার করা যেতে পারে। বারান্দা, লন, পার্ক প্রভৃতি অংশের জন্য ব্যবহার করা যেতে পারে সৌর-বিদ্যুতে চালিত আলো। তাতে আলো জ্বালানো বা নেভানোর সময় বাঁচবে  খরচ বাঁচবে, বাঁচবে পরিবেশও ।


Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
মকর(Capricorn) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo
বিজেপি কর্মীর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, দলের অভিযোগ মৃত্যুর পিছনে হাত রয়েছে তৃণমূলের
ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে আক্রান্ত BJP প্রার্থী, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি