Diwali Crackers | বাজি ফাটানোর সময় বেধে দিলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ! দীপাবলির বাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লে কী করবেন?
দীপাবলি ২০২৩ ও কালী পূজা ২০২৩ উপলক্ষ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখতে বাজি ফাটানোর সময়সীমা বেধে দিলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বাজি ফাটাতে গিয়ে যদি সামান্য দুর্ঘটনা ঘটে তাহলে চিকিৎসার জন্য কী করবেন জানুন।
ধনতেরাস (Dhanteras) দিয়ে শুরু হলো দীপাবলি উৎসব। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ ধনতেরাস (Dhanteras), দীপাবলি ২০২৩ (Diwali 2023), কালী পূজা ২০২৩ (Kali Puja 2023) উপলক্ষ্যে যেমন বঙ্গ তথা দেশ আলোতে সেজে উঠেছে, তেমনই এখন থেকেই এদিক ওদিক ফাটছে দীপাবলির বাজি (Diwali Crackers)। তবে উৎসবের আবহে বায়ু দূষণ নিয়ে বেড়েছে চিন্তা। দিল্লির ভয়াবহ পরিস্থিতির কথা দেশ-বিদেশে কমবেশি সকলেই জানেন। দিল্লির পাশাপাশি বায়ু দূষণের মাত্রা বেড়েছে অন্যান্য শহরেও। ফলে বাজি বিক্রি, ফাটানো নিয়ে কার্যত নিষেধাজ্ঞার কথাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। পরামর্শ দেওয়া হয়েছে গ্রিন ক্র্যাকার্স (green crackers) ফাটানোর।
তবে বাজি যেরকমই হোক না কেন বাজি ফাটানোর সময়ে সতর্কতা অবলম্বন করতে হবে। দীপাবলি-কালীপুজোতে বাজি ফাটানোর সময়ে সতর্ক না থাকায় দুর্ঘটনার খবর প্রত্যেক বছরই উঠে আসে খবরের শিরোনামে। আবার অনেক সময়ে নিজের দোষ না থেকেও ঘটে ছোটোখাটো দুর্ঘটনা। বাজি পোড়ানোর সময় দুর্ঘটনা ঘটলে চটজলদি ব্যবস্থা না নিলে অনেক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে তুবড়ি, হাওয়াই বাজি, চড়কি ফাটানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে ভুলবশত দুর্ঘটনা ঘটলে কী করবেন দেখে নিন চটজলদি।
বাজিতে মুখ পুড়লে কী করবেন?
তুবড়ি বা ওই জাতীয় কোনও বাজি ফাটানোর সময় অনেক সময়ে তা বার্স্ট করে মুখে-চোখে লাগতে পারে। এরকম পরিস্থিতে পড়লে প্রথমেই ক্ষতস্থানে প্রচুর পরিমাণে জল দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তারপর সেই জায়গায় প্যারাসিন গজ দিয়ে ড্রেসিং করেনিন।
বাজিতে হাত পুড়লে কী করবেন?
বাজি ফাটাতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা প্রায়ই দেখা যায়। এক্ষেত্রে ক্ষতর জায়গায় প্রচুর জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ক্ষতস্থানে প্যারাসিন গজ লাগিয়ে নিতে হবে।
চোখে বাজির ফুলকি গেলে কী করবেন?
বাজি ফাটানোর সময়ে বাজির ফুলকি অনেক সময় চোখে ঢুকে যায়। সাধারণত রিফলেক্স অ্যাকশনের জন্য চোখের সামনে বাজি ফুটলে চোখের পাতা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। তাই চোখের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। কিন্তু বহু ক্ষেত্রে এরকম দুর্ঘটনাও ঘটে। যেহেতু চোখ আমাদের সবথেকে সেনসিটিভ অঙ্গ তাই চোখে বাজির ফুলকি ঢুকে গেলে যত দ্রুত সম্ভব কোনও হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হবে।
আরও পড়ুন : দীপাবলিতে ঘর সজ্জাও হবে, আবার দূর হবে স্ট্রেসও! সহজেই সুগন্ধি মোমবাতি বানিয়ে সাজিয়ে তুলুন অন্দরমহল!
প্রসঙ্গত, বাজি ফাটানোর সময় কোনও দুর্ঘটনা ঘটলে চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে দুর্ঘটনা ঘটার আগেই সতর্কতা অবলম্বন করতে হবে। সুতির জামা পড়া, বাজি শরীর থেকে দূরে রেখে ফাটানো, পায়ে জুতো পড়ার মতো বাঞ্চনীয় কাজগুলি করতেই হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট দীপাবলির বাজি (Diwali Crackers) ফাটানো নিয়ে নিষেধাজ্ঞার কথা বললেও দীপাবলি-কালীপুজো উপলক্ষ্যে বাজি ফাটবে না তা কিছুটা অসম্ভব। ফলে দীপাবলি ২০২৩ (Diwali 2023) ও কালী পূজা ২০২৩ (Kali Puja 2023) উপলক্ষ্যে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত বছরও রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু ১০টার পরও বিভিন্ন জায়গা বাজি ফাটানো হয়েছিল। ফলে এবার এই বিষয়ে বেশ সতর্ক পুলিশ। সূত্রের খবর, কলকাতায় কালীপুজোর ভিড় সামলাতে শহরে নামছে প্রায় পাঁচ হাজার পুলিশ। ডিসি পদমর্যাদার আধিকারিক থাকছেন ২১ জন। এসি থাকছেন ৩৫ জন। বিসর্জনের দিন ৬ হাজার পুলিশ মোতায়েন থাকছে কলকাতায়।
- Related topics -
- দীপাবলি ২০২৩
- দীপাবলি
- কালীপূজা
- বাজি
- বাজি নিষেধাজ্ঞা
- চিকিৎসা
- শহর কলকাতা
- নয়াদিল্লি
- কলকাতা পুলিশ
- সুপ্রিম কোর্ট