Sealdah Accident: শিয়ালদহ ফ্লাইওভারে পথচারীকে ধাক্কা বেপরোয়া বাসের, নিহত ৩

Thursday, October 6 2022, 9:49 am
highlightKey Highlights

দশমীর রাতে শিয়ালদহ উড়ালপুল দিয়ে দক্ষিণ বন্দর এলাকার বাসিন্দা অদিতি গুপ্ত তাঁর পরিবার ও আত্মীয়দের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের, বাকি আহতরা হাসপাতালে।


শিয়ালদহ ফ্লাইওভারে দু্র্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। দশমীর রাতে বেপরোয়া গতি কাড়ল প্রাণ। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার রাতে শিয়ালদহ ফ্লাইওভারে ৪৬ নম্বর রুটের একটি বাস দ্রুতগতিতে আসছিল। সেই সময় ফ্লাইওভার দিয়ে আসা ছ’জন পথচারীকে ধাক্কা মারে সেই বাসটি। পুজোর মরসুমে ঠাকুর দেখে ফিরছিলেন। ওই দলেই ছিলেন বছর আঠারোর অদিতি গুপ্ত, নীলেশ গুপ্ত, রাহুল কুমার প্রসাদ, নন্দিনী প্রসাদ, ঋষি গুপ্ত, রাহাত গুপ্ত। প্রত্যেককে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে।

Trending Updates

জানা গিয়েছে, রেষারেষি করতে গিয়ে নাকি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছ’জন পথচারীকে ধাক্কা মারল বেসরকারি বাসটি, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় বাসের কন্ডাক্টর ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮, ৩৩৮, ৩৩৬, ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। তবে বাসচালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। সে এখনও পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File