Dengue in West Bengal: "আরেকটু শীত পড়লে ডেঙ্গি কমবে", কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রীর বার্তা

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

ডেঙ্গু নিয়ে মুখ্যমন্ত্রীর সাবধানবাণী, ডেঙ্গু নানারকম জিন নিয়ে বারবার আসে। কোথাও জল জমতে দেবেন না। সাবধানে থাকুন।


History of Dengue fever
History of Dengue fever

শুধু কলকাতা, পার্শ্ববর্তী এলাকায় নয়, গোটা রাজ্যেই ডেঙ্গি বিপদ বেড়েই চলেছে৷ রাজ্যজুড়ে ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়েছে বহু আগেই। মৃতের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। এসবের মধ্যেও কৃষ্ণনগরের সভা থেকে ডেঙ্গি নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Trending Updates

আমি এখানে প্রতি বছর আসি৷ কোভিডের সময় একটা সমস্যা হয়েছিল। ডেঙ্গি একটু আছে৷ নানা জিন নিয়ে ডেঙ্গি আসে। শীত এলে আস্তে আস্তে কমবে। পুরসভা, পঞ্চায়েত নজরে রাখুন। আবর্জনা জমতে দেবেন না। পুজোর জন্য অনেক সামগ্রী পড়ে আছে। সেখানে বাসা বাঁধে। জল যেন না জমে। পরিষ্কার রাখতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডেঙ্গু নিয়ে মুখ্যমন্ত্রীর এই সচেতনতার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পরপর উদ্বেগজনক ডেঙ্গু পরিসংখ্যান শাসক শিবিরকে খানিকটা ব্যাকফুটেও। তবে, প্রশাসনও তৎপরতা বাড়ানো শুরু করে দিয়েছে। মঙ্গলবারই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলেই খবর।

বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কো-মর্বিডিটির উপর। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে হাসপাতালগুলিকে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীকে ভরতি করা হলে প্রথমেই নজর দিতে হবে আক্রান্তের অন্য কোনও আত্মীয় অসুস্থতা রয়েছে কি না। প্রোটোকল মেনে চিকিৎসা করতে হবে। সমস্ত হাসপাতালে ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালাতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File