করোনার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির প্রকোপ

Sunday, November 14 2021, 12:50 pm
highlightKey Highlights

"একা করোনায় রক্ষা নেই, ডেঙ্গি দোসর".. বরানগর পুরসভায় ঊর্ধ্বমুখী ডেঙ্গি আক্রান্তের গ্রাফ।


ডেঙ্গি আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী! 

করোনার পাশাপাশি ডেঙ্গি নিয়েও উদ্বেগ বেড়েছে। ইতিমধ্যেই দক্ষিণ দমদম ও বরানগরে ঊর্ধ্বমুখী ডেঙ্গি আক্রান্তের গ্রাফ। বরানগর পুরসভার মোট ৮টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ অধিক মাত্রায় দেখা দিয়েছে। যারমধ্যে  ১৭, ১৮, ১৯, ১৫, ২৫, ০৩, ১ এবং ৪ নম্বর ওয়ার্ড রয়েছে। এই এলাকায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত বছর নভেম্বর মাসে ছিল ৩৩, এবছর সেখানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জন। এরূপ বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই বসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।  

ঊর্ধ্বমুখী ডেঙ্গি আক্রান্তের গ্রাফ
ঊর্ধ্বমুখী ডেঙ্গি আক্রান্তের গ্রাফ
Trending Updates

উদ্বেগে রয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরও

সাধারণ বাসিন্দাদের পাশাপাশি স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনও এবিষয়ে উদ্বেগে রয়েছে। পুরসভার পক্ষ থেকে মশা মারার তেল এবং ডেঙ্গি প্রতিরোধকারী ওষুধ দেওয়া হচ্ছে ডেঙ্গি আক্রান্ত এলাকায়। বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অঞ্জন পাল নিজে গোটা এলাকায় মশাবাহিত তেলের মেশিন নিয়ে স্প্রে করেন। 

ডেঙ্গির প্রকোপ কমাতে চলছে এলাকা পরিষ্কারের কাজ
ডেঙ্গির প্রকোপ কমাতে চলছে এলাকা পরিষ্কারের কাজ

এলাকায় জমা জল এবং অপরিচ্ছন্নতাই ডেঙ্গির প্রকোপ বাড়ার জন্য দায়ী

এলাকা নিয়মিত পরিষ্কার পরিছন্ন না থাকার ফলে জমা জল থেকে মশার বৃদ্ধি ঘটে। আর এই অপরিচ্ছন্নতাই ডেঙ্গির প্রকোপ বাড়ার অন্যতম কারণ । তাই আশেপাশের পরিবেশের এই অপরিচ্ছন্নতাকেই এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী করেছে বাসিন্দারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File