কেন্দ্রীয় সরকার

গোয়ার কোনও রেস্তোরাঁর মালিকানাই নেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বা তাঁর মেয়ের নামে, এমনটাই মন্তব্য করলো দিল্লি হাইকোর্ট

গোয়ার কোনও রেস্তোরাঁর মালিকানাই নেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বা তাঁর মেয়ের নামে, এমনটাই মন্তব্য করলো দিল্লি হাইকোর্ট
Key Highlights

সোমবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে, স্মৃতি ইরানি ও তাঁর মেয়ে গোয়ার কোনও রেস্তোরাঁর মালিক নন। এখনও পর্যন্ত তাঁদের নামে কোনও লাইসেন্স জারি করা হয়নি।

সোমবার দিল্লি হাইকোর্টের থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় স্মৃতি ইরানিবা তাঁর মেয়ের নামে গোয়ায় কোনও রেস্তোরাঁর লাইসেন্স জারি করা হয়নি। তাঁরা কখনই গোয়ার কোনও রেস্তোরাঁয় লাইসেন্সের জন্য আবেদন করেননি। রেস্তোরাঁ বা জমির মালিকও স্মৃতি ইরানি বা তাঁর মেয়ের নয়।

এই বিষয়ে দিল্লি হাইকোর্টের কী বক্তব্য জানুন

গত শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি মিনি পুষ্কর্ণ জানান, প্রকৃত ঘটনা যাচাই না করেই কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর মেয়ের বিরুদ্ধে অপবাদমূলক প্রচার চালিয়েছেন কংগ্রেসের নেতারা। তাঁরা সাংবাদিক সম্মেলন করেন এই বিষয়ে। এরপরে কংগ্রেস নেতারা এই বিষয়ে টুইট করেন। টুইট ও রিটুইটের জেরে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘটনার জেরে স্মৃতি ইরানি ও তাঁর ১৮ বছরের মানহানি হয়। ইউটিউব, ফেসবুক, ট্যুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি।

প্রায় এক সপ্তাহ আগে কংগ্রেসের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে অভিযোগ করা হয়, সিলি সোলস গোয়া নামের বার বেআইনিভাবে চালানো হচ্ছে। ওই রেস্তোরাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার একটি প্রতিলিপি সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন কংগ্রেসের নেতারা। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র পবন খোরা জানান, স্মৃতি ইরানির মেয়ে গোয়ায় জাল লাইসেন্স নিয়ে একটি অবৈধ বার চালান। বার ও রেস্তোরাঁটি লাইসেন্স যার নামে রয়েছে, তিনি ২০২১ সালের মে মাসে মারা গিয়েছেন। কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পদত্যাগ দাবি করেন।


Monks | পাশ করা IIT-র মতো দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে! লক্ষ টাকার চাকরি পেয়েও সব মোহো ত্যাগ করে আজ তারা সন্ন্যাসী!
West Bengal Weather | সপ্তাহের প্রথম দিনেই আংশিক মেঘলা আকাশ দিচ্ছে কিছুটা স্বস্তি! রাজ্যের তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস! কমতে পারে তাপমাত্রাও!
Surya Tilak | রামনবমীতে প্রথম সূর্যাভিষেক রামলালার! সূর্যকিরণে জ্বলজ্বল করে উঠল রামলালার কপালের তিলক! নেপথ্যে বিজ্ঞানের কোন কৌশল? দেখুন ভিডিও!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download