আন্তর্জাতিক

নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনা রকেটের অংশ!

নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনা রকেটের অংশ!
Key Highlights

চীনের মহাকাশ রকেটের ধ্বংসাবশেষ আগামী কয়েক দিনের মধ্যে পৃথিবীতে পড়তে পারে। ভারতের কোনো জনবহুল অংশে আসতে পারে সেগুলি।

হাতে মাত্র আর কয়েকটা দিন, পৃথিবীর উপরে ভেঙে পড়তে চলেছে এক চিনা (China) রকেটের ধ্বংসাবশেষ। যাকে ঘিরে ক্রমেই বাড়ছে আশঙ্কা। বিজ্ঞানীদের ধারণা, কোনও জনবহুল স্থানেই হয়তে ভেঙে পড়বে সেটি। আগামী রবিবার অর্থাৎ ৩১শে জুলাইয়ের মধ্যেই সেটি ভেঙে পড়ার কথা। ঠিক কোথায় সেটি আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত করে বলতে না পারলেও আশঙ্কা রয়েছে, সেটি ভারতের কোনও অংশেও আছড়ে পড়তে পারে।

গত ২৪শে জুলাই একটি চিনা লং মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। সেটিই এবার নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে আসছে পৃথিবীর বুকে। আর কয়েকদিনের মধ্যেই রকেটটি আছড়ে পড়বে। স্বাভাবিক ভাবেই যা নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে। কোথায় কোথায় পড়তে পারে রকেটটির ধ্বংসাবশেষ? যে অলাভজনক সংস্থা রকেটটি তৈরি করেছে, তাদের আশঙ্কা আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, এমনকী ভারতেও সেটির পড়ার আশঙ্কা রয়েছে পুরোদমে।

প্রসঙ্গত, চিন যতই এই ধরনের গুঞ্জন উড়িয়ে দিক, এমন ঘটনা কিন্তু আগেও ঘটেছে। বছরখানেক আগেই গত মে মাসে চিনের অতিকায় এক রকেটের ভিতরের ১০০ ফুট দীর্ঘ একটি অংশ, যার ওজন ২১ টন, আছড়ে পড়েছিল মালদ্বীপের কাছে। তার বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই রকেটটির উপরে কোনও নিয়ন্ত্রণ ছিল না চিনের। নিউ ইয়র্ক কিংবা মাদ্রিদের মতো শহরে তা আছড়ে পড়ার শঙ্কা ঘনীভূত হচ্ছিল। এর আগে চিন আরও একটি মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করেছিল। সেবারও সেটি ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত আইভরি কোস্টের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটির ধাক্কায়। সেই ঘটনাকে মাথায় রেখেই এবারও আতঙ্ক বাড়ছিল। যদি মে মাসের ঘটনায় ভারত মহাসাগরের বুকে আছড়ে পড়েছিল রকেটটির ধ্বংসাবশেষ। তাই বড় কোনও ক্ষতি হয়নি।

এদিকে এই ধরনের জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে চিন। তাদের ছোঁড়া রকেটের ধ্বংসাবশেষের এভাবে ফিরে আসা ও ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সব সম্ভাবনাকেই উড়িয়ে দিয়েছে বেজিং। তাদের দাবি, আমেরিকা মহাকাশে চিনের উন্নতি সহ্য করতে পারছে না। আর তাই গুজব রটিয়ে চলেছে।


DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!