‘এ মন ব্যাকুল যখন তখন’ গেয়ে সদ্যোজাত সন্তানকে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী দেবিনা

Monday, April 11 2022, 3:42 pm
‘এ মন ব্যাকুল যখন তখন’ গেয়ে সদ্যোজাত  সন্তানকে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী দেবিনা
highlightKey Highlights

অনেক বছরের অপেক্ষার সন্তানের মুখ দেখে উৎফুল্ল তারকা দম্পতি গুরমিত চৌধুরি এবং দেবিনা। সন্তানের আগমনে নতুন করে সাজিয়ে তুলেছেন নিজেদের ঘরবাড়ি।


গত ৩রা এপ্রিল কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। ৪ তারিখ সেই সুখবর সকল দিয়েছিলেন দেবিনার স্বামী অভিনেতা গুরমিত চৌধুরি। কন্যা সন্তানের আগমনে গোলাপি রঙে ভরে উঠেছে আবাসন। টেডি বিয়ার, ফুল, বেলুন দিয়ে সাজানো সেই বাড়ির ছবিও দিয়েছিলেন নতুন মা।

নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত গান গেয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছেন মুম্বইয়ের বাঙালিনী অভিনেত্রী

দেবিনার নতুন একটি ভিডিয়োয় কেবল আরবসাগরের পাড়ের মানুষেরা নন, আপ্লুত হয়েছে বাংলাও। নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত গান গেয়ে গেয়ে সদ্যোজাতকে ঘুম পাড়াতে দেখা গিয়েছে দেবিনাকে। নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।

Trending Updates

‘এ মন ব্যাকুল যখন তখন...’ নিজের ঘরে কন্যাসন্তানকে কোলে নিয়ে দুলতে দুলতে গানের দু’টি স্তবক গাইলেন দেবিনা। ভিডিয়োর সঙ্গে লিখলেন, ‘এক বাঙালি মা বাংলা ঘুমপাড়ানি গান গাইছে। সম্ভবত আজ আমি আরও বেশি করে নিজের মাতৃভাষাকে বুঝতে পারছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File