নির্ধারিত সময়ের আগে মাত্র সাত মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন দেবিনা! ছোট কন্যাকে 'ওয়েলকাম' গুরমিতের

Friday, November 11 2022, 11:37 am
highlightKey Highlights

মেয়ের বয়স মাত্র সাত মাস, ফের দেবিনা-গুরমিত মা-বাবা হলেন।দ্বিতীয় সন্তান ছেলে হল না মেয়ে আসুন তা জেনে নেওয়া যাক


প্রথম সন্তান লিয়ানা জন্ম নেওয়ার সময় নানা রকম জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল দেবিনাকে। তার সাত মাসের মাথায় আবারও দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জী।

দ্বিতীয়বার সেলেব দম্পতি গুরমিত-দেবিনার ঘরে এল কন্যা সন্তান, সুখবর শেয়ার করে কী জানালেন গুরমিত

নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জী। এ বারও ঘর আলো করল শিশুকন্যা। যৌথ ভাবে সুখবর ভাগ করে নিলেন দেবিনার স্বামী তথা অভিনেতা গুরমিত চৌধুরি। শুক্রবার ইনস্টাগ্রামে এক বিবৃতিতে দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেন তাঁরা।

Trending Updates

উচ্ছ্বাসে নতুন বাবা গুরমিত ভক্তদের উদ্দেশ্যে নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেটারনিটি শ্যুটের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেবিনার কপালে আলতো চুমু আঁকলেন অভিনেতা। সাদা-কালো এই ছবিতে একগুচ্ছ গোলাপি বেলুন ধরে রয়েছেন দেবিনা। আর লেখা- 'It's a Girl' (মেয়ে হয়েছে)। এই ছবি শেয়ার করে গুরমিত লেখেন, “আমাদের ছোট্ট মেয়েকে পৃথিবীতে স্বাগত জানাই। আবার অভিভাবক হতে পেরে আমরা খুব খুশি! তবে কিছুটা ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি, যে হেতু আমাদের সন্তান নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা প্রার্থনা করি।”

গুরমিতের এই পোস্টে স্পষ্ট যে তাদের দ্বিতীয় সন্তান প্রি-ম্যাচিওর হয়েছে। অভিনেতার পোস্টে যেমন অনুগামীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন তেমনই এত জলদি অভিনেত্রী দ্বিতীয়বার মা হওয়ায় ট্রোলও করছেন অনেকে।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File