দেশ

Darjeeling Mail: স্বাধীনতা দিবস থেকে বাড়ছে দার্জিলিং মেলের যাত্রাপথ; সিদ্ধান্তে ক্ষুব্ধ শহরবাসী

Darjeeling Mail: স্বাধীনতা দিবস থেকে বাড়ছে দার্জিলিং মেলের যাত্রাপথ; সিদ্ধান্তে ক্ষুব্ধ শহরবাসী
Key Highlights

নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল ছাড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিলিগুড়ির বাসিন্দারা। দার্জিলিং মেলের নাম বদলাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ শহরবাসীর।

দার্জিলিং মেল (Darjeeling Mail) হল শিলিগুড়ির আবেগ। নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনের বদলে হলদিবাড়ি (Haldibri) থেকে দার্জিলিং মেল ছাড়ার সিদ্ধান্ত ক্ষুব্ধ গোটা শহরবাসী। রেল মন্ত্রকের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি সরব হয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর অভিযোগ, দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে ছাড়ার সিদ্ধান্ত নিউ জলপাইগুড়ি স্টেশনকে গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত।

শুধু তাই নয়, দার্জিলিং মেলের নাম বদলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী, মেয়রের পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও রেলের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন । দার্জিলিং মেল NJP থেকে ছাড়ার দাবি জানিয়ে প্রয়োজনে হলদিবাড়ি-শিয়ালদহ নতুন ট্রেন নামানোর কথাও বলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও রাজনৈতিক দলের নেতাদের ও বিভিন্ন মহলের মানুষের প্রতিবাদে সরব হতে দেখা যাচ্ছে।

রেলের এই সিদ্ধান্তে জলপাইগুড়ির মানুষ উপকৃত হবে ঠিকই। কিন্তু এমন সিদ্ধান্তের পর দার্জিলিং ও শিলিগুড়ি জেলার প্রচুর মানুষ রেলকে বার্তা দেওয়ার জন্য বলেছেন। দার্জিলিং মেল এখানকার মানুষের আবেগ। শুধুমাত্র এই ট্রেনটি NJP থেকে যাত্রা শুরু করে। ফলে প্রয়োজনে এই ট্রেনে সফরসূচি একই রেখে হলদিবাড়ি-শিয়ালদা (Haldibari-Sealdah) আরেকটি নতুন ট্রেন চালু করা যেতে পারে। এতে উত্তরবঙ্গের মানুষের আরও সুবিধা হতে পারে।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই দার্জিলিং মেল (Darjeeling Mail) NJP স্টেশনের বদলে হলদিবাড়ি থেকে ছাড়ার কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক। আগামী ১৫ অগাস্ট থেকে এই ট্রেন হলদিবাড়ি (Haldibari) থেকে ছাড়বে বলে ঘোষণা করেছে রেল মন্ত্রক। হলদিবাড়ি সহ জলপাইগুড়ির বাসিন্দাদের সুবিধার জন্যই দার্জিলিং মেলের রুট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল


Madhyamik 2024 | কারুর বাবা দিনমজুর, কেউ আবার কৃষক পরিবারের সন্তান, আবার কেউ 'ফুটপাটবাসী'! জীবন সংগ্রামে লড়ে মাধ্যমিকে নজির গড়েছে এই পরীক্ষার্থীরা!
Water Crisis | কমছে গঙ্গা-সহ ভূগর্ভস্থ জলস্তর! এদিকে গরমে কলকাতায় দৈনিক জলের চাহিদা বেড়েছে ৩ গুণ! জল সংকটের মুখে দেশের অধিকাংশ!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
World Laughter Day 2023 | জানুন বিশ্ব হাসি দিবসের গুরুত্ব!
গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলি কী কী ? Primary symptoms of pregnancy in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
বাংলাদেশের ৫টি রহস্যময় স্থান | 5 mysterious places in Bangladesh