দেশ

Darjeeling Mail: স্বাধীনতা দিবস থেকে বাড়ছে দার্জিলিং মেলের যাত্রাপথ; সিদ্ধান্তে ক্ষুব্ধ শহরবাসী

Darjeeling Mail: স্বাধীনতা দিবস থেকে বাড়ছে দার্জিলিং মেলের যাত্রাপথ; সিদ্ধান্তে ক্ষুব্ধ শহরবাসী
Key Highlights

নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল ছাড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিলিগুড়ির বাসিন্দারা। দার্জিলিং মেলের নাম বদলাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ শহরবাসীর।

দার্জিলিং মেল (Darjeeling Mail) হল শিলিগুড়ির আবেগ। নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনের বদলে হলদিবাড়ি (Haldibri) থেকে দার্জিলিং মেল ছাড়ার সিদ্ধান্ত ক্ষুব্ধ গোটা শহরবাসী। রেল মন্ত্রকের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি সরব হয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর অভিযোগ, দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে ছাড়ার সিদ্ধান্ত নিউ জলপাইগুড়ি স্টেশনকে গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত।

শুধু তাই নয়, দার্জিলিং মেলের নাম বদলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী, মেয়রের পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও রেলের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন । দার্জিলিং মেল NJP থেকে ছাড়ার দাবি জানিয়ে প্রয়োজনে হলদিবাড়ি-শিয়ালদহ নতুন ট্রেন নামানোর কথাও বলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও রাজনৈতিক দলের নেতাদের ও বিভিন্ন মহলের মানুষের প্রতিবাদে সরব হতে দেখা যাচ্ছে।

রেলের এই সিদ্ধান্তে জলপাইগুড়ির মানুষ উপকৃত হবে ঠিকই। কিন্তু এমন সিদ্ধান্তের পর দার্জিলিং ও শিলিগুড়ি জেলার প্রচুর মানুষ রেলকে বার্তা দেওয়ার জন্য বলেছেন। দার্জিলিং মেল এখানকার মানুষের আবেগ। শুধুমাত্র এই ট্রেনটি NJP থেকে যাত্রা শুরু করে। ফলে প্রয়োজনে এই ট্রেনে সফরসূচি একই রেখে হলদিবাড়ি-শিয়ালদা (Haldibari-Sealdah) আরেকটি নতুন ট্রেন চালু করা যেতে পারে। এতে উত্তরবঙ্গের মানুষের আরও সুবিধা হতে পারে।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই দার্জিলিং মেল (Darjeeling Mail) NJP স্টেশনের বদলে হলদিবাড়ি থেকে ছাড়ার কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক। আগামী ১৫ অগাস্ট থেকে এই ট্রেন হলদিবাড়ি (Haldibari) থেকে ছাড়বে বলে ঘোষণা করেছে রেল মন্ত্রক। হলদিবাড়ি সহ জলপাইগুড়ির বাসিন্দাদের সুবিধার জন্যই দার্জিলিং মেলের রুট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল


IndiGo Flight Chaos | বুধেও একগুচ্ছ বিমান বাতিল ইন্ডিগোর, ক্ষমা চেয়ে CEOকে হুমকি বিমান পরিবহণ মন্ত্রীর
Indigo | "মর্নিং ফ্লাইটে ককপিটে চোখটা বুজে আসে"- ইন্ডিগো বিমান বিপর্যয়ে DGCAকে কাঠগড়ায় তুললো পাইলটরা
Kolkata Air Pollution | দূষণে রাজধানীকে টক্কর কলকাতার! ময়দান এলাকায় "অতি খারাপ" বায়ুর মান
Zelenskyy | পুতিনের পর জেলেনস্কি, শান্তির রাস্তা খুঁজতেই প্রথম ঐতিহাসিক ভারত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট!
Special Train | বন্ধ IndiGo-র পরিষেবা, হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল
Smriti Mandhana | "বিয়ে বাতিল হয়েছে"- ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্ট জানালেন স্মৃতি মান্ধানা!
Maa Sarada | মা সরদার ১১৭তম জন্মবার্ষিকীতে পড়ুন সারদা দেবীর অমর বাণী এবং জীবনী!