সাইক্লোন

সাইক্লোন সিত্রাং-এর দাপট বাড়ছে! আইএএস-অফিসারদের দায়িত্বে জেলায় জেলায় জারি করা হল হাই অ্যালার্ট,

সাইক্লোন সিত্রাং-এর দাপট বাড়ছে! আইএএস-অফিসারদের দায়িত্বে জেলায় জেলায় জারি করা হল হাই অ্যালার্ট,
Key Highlights

চোখ রাঙাচ্ছে সাইক্লোন সিত্রাং! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে সুন্দরবন এলাকায়। এছাড়াও কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলাতেও এই ঘূর্ণি ঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি বাতিল করেছে নবান্ন। পাশাপাশি আলাদা করে কন্ট্রোল রুম খোলার প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

আলোর উৎসবে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা, কালীপুজোর সন্ধ্যায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সুন্দরবন এলাকার ওপর। আগামী ২৪ ও ২৫ তারিখের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে বলে আশংকা। আন্দামান সাগরে ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি গভীর নিম্নচাপ রূপেই আন্দামান সাগর-এর ওপর অবস্থান করছে। এটি প্রথম অবস্থায় উত্তর-পশ্চিম দিকে ২২ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। ২৩ তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর থেকে এটি বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে ২৪ তারিখ। ২৫ তারিখ নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে কিন্তু অবস্থান করবে সমুদ্রের উপরেই। এই সিস্টেম থেকে ২৪ এবং ২৫ তারিখ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হবে।


Aadhaar Card | ২ কোটি আধার কার্ড বাতিল করলো UIDAI! তালিকায় আপনার নাম নেই তো?
Kunal Kamra | ‘RSS’-কে অপমান? শার্ট পরে বিতর্কে কৌতুকাভিনেতা কুণাল কামরা, পুলিশি পদক্ষেপের হুমকি বিজেপির
Smriti Mandhana | বাবার অসুস্থতায় স্থগিত বিয়ে, এরই মধ্যে পলাশকে নিয়ে বড় সিদ্ধান্ত স্মৃতির!
Rajnath Singh | ভারতের অধীনে আসতে পারে পাকিস্তানের সিন্ধু প্রদেশ!- ইঙ্গিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
Tejas Crash | দুবাইয়ে এয়ার শোতে তেজস ভেঙে পড়ে শহীদ! নমনশকে শেষ শ্রদ্ধা উইং কমান্ডার স্ত্রীর
Bihar | মাতৃদুগ্ধে মিশছে বিষাক্ত ইউরেনিয়াম! বিপদে বিহারের শিশুরা, কী বলছে সমীক্ষা?
Breaking News | ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ঘুরিয়ে দেওয়া হলো ইন্ডিগোর ফ্লাইট!