Key Highlights
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা আগামিকাল নিম্নচাপে পরিণত হতে পারে। তা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা কি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে?
দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামিকাল (৬ মে) নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ক্রমশ শক্তিশালী হয়ে আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে
ঘূর্ণাবর্ত প্রসঙ্গে মৌসম ভবনের ঘূর্ণিঝড় বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আনন্দকুমার দাস বলেন, ‘আমাদের ধারণা, গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে (এই ঘূর্ণাবর্তটি)। যা সম্ভবত ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে।’
মৌসম ভবনের ঘূর্ণিঝড় বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী বলেছেন, 'তবে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত আমরা নির্দিষ্টভাবে বলতে পারব না যে সেটা কীভাবে এগিয়ে যাবে বা উপকূলে কতটা প্রভাব ফেলবে।'
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- মৌসম ভবন
- ঘূর্ণিঝড়