আবহাওয়া

Cyclone Asani: ‘অশনি’তে উত্তাল পুরী, জারি সতর্কতা

Cyclone Asani: ‘অশনি’তে উত্তাল পুরী, জারি সতর্কতা
Key Highlights

চলছে মাইকিং। ঢেউয়ে উত্তাল পুরী সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরানোর কাজ করছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের।

ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রেক্ষিতে ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। নিয়মিত মাইকিং-এর পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঢেউয়ে উত্তাল পুরীর সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরানোর কাজ করছে প্রশাসন। মোতায়েন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। সাইরেন বাজিয়ে লাল পতাকা দেখিয়ে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। তবু মেঘলা আকাশ ঘেরা উত্তাল পুরীর সমুদ্র সৈকত ছাড়তে গিয়ে মন খারাপ পর্যটকদের। কেউ বলছেন, ‘‘এটাই তো আনন্দের সময়!’’ আবার অনেক পর্যটকের মতে ইচ্ছে না থাকলেও পুলিশের ঠেলা খেয়ে বাধ্য হয়ে হোটেলমুখী হচ্ছেন।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অশনি’র শক্তি খানিকটা অবশ্য হ্রাস পেয়েছে এবং ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে ‘অশনি’। তবে মঙ্গলবার দুপুরে পুরীর সমুদ্রে ঝোড়ো হাওয়া আর উত্তাল ঢেউ দেখে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে। তাতেই যেন কিছুটা খাপ্পা পর্যটকেরা। কেউ কেউ অনিচ্ছা সত্ত্বেও সমুদ্র-বিলাস ছেড়ে হোটেলের দিকে ফিরে যাচ্ছেন।

প্রচণ্ড ঘূর্ণিঝড় অশনি ৯ই মে তারিখে ১১৩০ IST-এ বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আজ অর্থাৎ ১০ই মে পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে: আইএমডি