সমুদ্রের মধ্যে দিয়ে হুড়মুড়িয়ে এগোচ্ছে "অশনি", এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের নিশানায় কি রয়েছে পুরী?

Sunday, May 8 2022, 2:04 pm
highlightKey Highlights

অশনি ইতিমধ্যেই শক্তি বাড়াচ্ছে, বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আইএমডি। মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে সতর্ক বার্তা।


রবিবার বঙ্গোপসাগরীয় খাঁড়িতে গভীর নিম্নচাপক্ষেত্র সাইক্লোন অশনিতে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মৌসম বিভাগ। জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় এই সাইক্লোন আরও মারাত্মক শক্তিশালী রূপ ধারণ করবে৷

শক্তিশালী হচ্ছে সাইক্লোন 'অশনি', কী বলছেন  আবহাওয়াবিদরা 

আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ি জানা যাচ্ছে এই সাইক্লোন রবিবার সন্ধ্যা থেকেই নিজের প্রভাব দেখানো শুরু করবে৷ এই ঘূর্ণিঝড়ের গতিপথ উত্তর পশ্চিম দিকে এগোবে৷ আর তারই ২৪ ঘণ্টার পূর্ব ও মধ্য ভীষণ শক্তিশালী সাইক্লোনে বদলাতে পারে৷

আইএমডি সিনিয়র বিজ্ঞানী উমাশঙ্কর দাস জানিয়েছেন, "সাইক্লোন অশনি উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগোতে শুরু করে দিয়েছে৷ বিশাখাপত্তনমের দক্ষিণ পূর্ব দিকে ৯৭০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ পূর্ব দিকে ১০২০ কিলোমিটার দূরে রয়েছে৷"

এই ঘূর্ণিঝড়ের প্রভাব ওড়িশার সমুদ্রপকূলে বেশি পড়তে পারে তাই আগামী কিছু দিনের জন্য মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে না করে অ্যালার্ট জারি করেছে আইএমডি৷ ওড়িশা উপকূলের দিকে ৯ ও ১০ তারিখ আবহাওয়া খারাপ থাকবে৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File