কোলকাতা

Cyber Crime alert in Kolkata: সাইবার তদন্তে কড়া নির্দেশ CP বিনীত গোয়েলের

Cyber Crime alert in Kolkata: সাইবার তদন্তে কড়া নির্দেশ CP বিনীত গোয়েলের
Key Highlights

কলকাতায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সাইবার ক্রাইম। তাই ভরসা জোগাতে অভিযোগকারীদের পাশে থাকার নির্দেশ পুলিশ কমিশনারের।

'সাইবার' ও 'ক্রাইম' -এই শব্দদু'টোর সঙ্গে আমাদের পরিচিতির বেশ কয়েক বছর হয়ে গেল। প্রযুক্তি যত উন্নত হয়ে উঠছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই জাতীয় অপরাধ। কম্পিউটার বা মোবাইল ফোন কাজে লাগিয়ে যে ধরনের অপরাধ সঙ্ঘটিত হয়, তাকেই এক কথায় বলা হয় "সাইবার ক্রাইম"। প্রসঙ্গত, এক দিকে যেমন এই ধরনের অপরাধে কম্পিউটার এবং মোবাইল ফোনকে কাজে লাগানো হয়, তেমনই আবার অপরাধীদের নিশানাতেও থাকে অন্য ব্যক্তির কম্পিউটার আর মোবাইল ফোন।

মহানগরীতে যে হারে সাইবার অপরাধ বেড়ে চলেছে, এবার এই নিয়ে বুধবার বিভাগীয় আধিকারিকদের কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েল বেশ কিছু নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে  যাঁরা সাইবার অপরাধের ‘শিকার’ হয়েছেন, মামলা করার পর তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তদন্তকারী আধিকারিকদের। যাতে অভিযোগকারীরা ভয় না পান, তাই তাদের পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্বাস দিতে হবে, অনবরত ভরসা জুগিয়ে যেতে হবে। 

লালবাজারের সূত্রে খবর, কলকাতায় এধরণের অপরাধ দমনে এদিন প্রত্যেকটি থানার ওসি, গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করেন কমিশনার (CP) বিনীত গোয়েল। এই বৈঠকে তিনি জানান, শহর কলকাতায়  তুলনামূলভাবে অন্যান্য ক্রাইম কম হলেও সাইবার অপরাধ বেড়েই চলেছে। তাই সাইবার অপরাধ কমানোর উদ্দেশ্যে বিভিন্নভাবে প্রচার চালিয়ে জনগণকে সচেতন করতে হবে। শুধুমাত্র সাইবার সংক্রান্ত বিষয়েই নয়, তার পাশাপাশি তিনি গত দু’মাসে কলকাতায় ঘটে যাওয়া সাতটি খুনের ঘটনার তদন্ত সম্পর্কেও পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন।


Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
PM Narendra Modi | সেনার অনুষ্ঠানে যোগ দিতে শহরে প্রধানমন্ত্রী, গাড়ি থেকে হাত নেড়ে জনসংযোগ নরেন্দ্র মোদির
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!