কোলকাতা

Cyber Crime alert in Kolkata: সাইবার তদন্তে কড়া নির্দেশ CP বিনীত গোয়েলের

Cyber Crime alert in Kolkata: সাইবার তদন্তে কড়া নির্দেশ CP বিনীত গোয়েলের
Key Highlights

কলকাতায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সাইবার ক্রাইম। তাই ভরসা জোগাতে অভিযোগকারীদের পাশে থাকার নির্দেশ পুলিশ কমিশনারের।

'সাইবার' ও 'ক্রাইম' -এই শব্দদু'টোর সঙ্গে আমাদের পরিচিতির বেশ কয়েক বছর হয়ে গেল। প্রযুক্তি যত উন্নত হয়ে উঠছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই জাতীয় অপরাধ। কম্পিউটার বা মোবাইল ফোন কাজে লাগিয়ে যে ধরনের অপরাধ সঙ্ঘটিত হয়, তাকেই এক কথায় বলা হয় "সাইবার ক্রাইম"। প্রসঙ্গত, এক দিকে যেমন এই ধরনের অপরাধে কম্পিউটার এবং মোবাইল ফোনকে কাজে লাগানো হয়, তেমনই আবার অপরাধীদের নিশানাতেও থাকে অন্য ব্যক্তির কম্পিউটার আর মোবাইল ফোন।

মহানগরীতে যে হারে সাইবার অপরাধ বেড়ে চলেছে, এবার এই নিয়ে বুধবার বিভাগীয় আধিকারিকদের কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েল বেশ কিছু নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে  যাঁরা সাইবার অপরাধের ‘শিকার’ হয়েছেন, মামলা করার পর তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তদন্তকারী আধিকারিকদের। যাতে অভিযোগকারীরা ভয় না পান, তাই তাদের পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্বাস দিতে হবে, অনবরত ভরসা জুগিয়ে যেতে হবে। 

লালবাজারের সূত্রে খবর, কলকাতায় এধরণের অপরাধ দমনে এদিন প্রত্যেকটি থানার ওসি, গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করেন কমিশনার (CP) বিনীত গোয়েল। এই বৈঠকে তিনি জানান, শহর কলকাতায়  তুলনামূলভাবে অন্যান্য ক্রাইম কম হলেও সাইবার অপরাধ বেড়েই চলেছে। তাই সাইবার অপরাধ কমানোর উদ্দেশ্যে বিভিন্নভাবে প্রচার চালিয়ে জনগণকে সচেতন করতে হবে। শুধুমাত্র সাইবার সংক্রান্ত বিষয়েই নয়, তার পাশাপাশি তিনি গত দু’মাসে কলকাতায় ঘটে যাওয়া সাতটি খুনের ঘটনার তদন্ত সম্পর্কেও পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন।


Kolkata | ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধোর! পুলিশের হাতে গ্রেপ্তার ৩
PM Modi | রুদ্ধদ্বার কক্ষে বৈঠকে মোদি-শাহ-রাহুল গান্ধী! ৮৮ মিনিট ধরে চললো আলোচনা
IndiGo Flight Chaos | বুধেও একগুচ্ছ বিমান বাতিল ইন্ডিগোর, ক্ষমা চেয়ে CEOকে হুমকি বিমান পরিবহণ মন্ত্রীর
Kolkata Accident | কাকভোরে সাফাইকর্মীদের সজোরে ধাক্কা ফেরারির, গুরুতর আহত চালক সহ ৪
Special Train | বন্ধ IndiGo-র পরিষেবা, হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল
IndiGo Flight Chaos | ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শোকজ DGCA-র, ২৪ ঘণ্টার মধ্যেই দিতে হবে ব্যাখ্যা
Breaking News | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের