কোলকাতা

Cyber Crime alert in Kolkata: সাইবার তদন্তে কড়া নির্দেশ CP বিনীত গোয়েলের

Cyber Crime alert in Kolkata: সাইবার তদন্তে কড়া নির্দেশ CP বিনীত গোয়েলের
Key Highlights

কলকাতায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সাইবার ক্রাইম। তাই ভরসা জোগাতে অভিযোগকারীদের পাশে থাকার নির্দেশ পুলিশ কমিশনারের।

'সাইবার' ও 'ক্রাইম' -এই শব্দদু'টোর সঙ্গে আমাদের পরিচিতির বেশ কয়েক বছর হয়ে গেল। প্রযুক্তি যত উন্নত হয়ে উঠছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই জাতীয় অপরাধ। কম্পিউটার বা মোবাইল ফোন কাজে লাগিয়ে যে ধরনের অপরাধ সঙ্ঘটিত হয়, তাকেই এক কথায় বলা হয় "সাইবার ক্রাইম"। প্রসঙ্গত, এক দিকে যেমন এই ধরনের অপরাধে কম্পিউটার এবং মোবাইল ফোনকে কাজে লাগানো হয়, তেমনই আবার অপরাধীদের নিশানাতেও থাকে অন্য ব্যক্তির কম্পিউটার আর মোবাইল ফোন।

মহানগরীতে যে হারে সাইবার অপরাধ বেড়ে চলেছে, এবার এই নিয়ে বুধবার বিভাগীয় আধিকারিকদের কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েল বেশ কিছু নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে  যাঁরা সাইবার অপরাধের ‘শিকার’ হয়েছেন, মামলা করার পর তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তদন্তকারী আধিকারিকদের। যাতে অভিযোগকারীরা ভয় না পান, তাই তাদের পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্বাস দিতে হবে, অনবরত ভরসা জুগিয়ে যেতে হবে। 

লালবাজারের সূত্রে খবর, কলকাতায় এধরণের অপরাধ দমনে এদিন প্রত্যেকটি থানার ওসি, গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করেন কমিশনার (CP) বিনীত গোয়েল। এই বৈঠকে তিনি জানান, শহর কলকাতায়  তুলনামূলভাবে অন্যান্য ক্রাইম কম হলেও সাইবার অপরাধ বেড়েই চলেছে। তাই সাইবার অপরাধ কমানোর উদ্দেশ্যে বিভিন্নভাবে প্রচার চালিয়ে জনগণকে সচেতন করতে হবে। শুধুমাত্র সাইবার সংক্রান্ত বিষয়েই নয়, তার পাশাপাশি তিনি গত দু’মাসে কলকাতায় ঘটে যাওয়া সাতটি খুনের ঘটনার তদন্ত সম্পর্কেও পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন।


Gold Rate Today | সোনার বাজারে খরা কাটলো অবশেষে, দাম কমেছে রুপোর-ও, আজ কলকাতায় সোনার দর কত?
Nadia | বাতিল কাফ সিরাপের পেটি নিয়ে BSF-পুলিশের সংঘর্ষ, নদিয়ায় আহত ২ পুলিশকর্মী, গ্রেপ্তার BSF
Weather Update | দমকা হাওয়ায় কাঁপছে মহানগরী, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Women's Cricket World Cup | নভেম্বরে ভারত কন্যেদের শাপমোচন, প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি-শেফালিরা
Weather Update | শীতের আমেজে মজছে শহর কলকাতা, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Breaking News | চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে চলবে ‘অরণ্যের দিনরাত্রি’, আর কী কী রয়েছে লিস্টে?
Bankim Chandra and Vande Mataram | বঙ্কিমচন্দ্রের সৃষ্ট 'বন্দেমাতরম' গানের 'রাগ' বদল করেন রবীন্দ্রনাথ!