Ajit Pawar | আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন, আগেই বোঝা গিয়েছিল ভেঙে পড়বে অজিতের বিমান?

Wednesday, January 28 2026, 9:37 am
Ajit Pawar | আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন, আগেই বোঝা গিয়েছিল ভেঙে পড়বে অজিতের বিমান?
highlightKey Highlights

আজ, ২৮ জানুয়ারি সকালে বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের।


আজ, ২৮ জানুয়ারি সকালে বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে বিমানটি। এরপরই আগুন ধরে যায়। দুর্ঘটনায় অজিত পওয়ার ও বিমানের পাইলট সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। সংবাদমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, “যখন বিমানটি আসছিল, তখনই মনে হচ্ছিল যে বিমান ক্র্যাশ করে যাবে আর তাই হল। বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুন ধরে গেল। পরপর ৪-৫টি বিস্ফোরণ হয়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File