লক্ষ্য সেনের লক্ষ্যভেদ, কমনওয়েলথ গেমসে নিজের প্রথম সোনা ভারতীয় তারকার
পিভি সিন্ধুর পরে লক্ষ্য সেনের হাত ধরে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত দ্বিতীয় গোল্ড মেডেল জয় লাভ করলো।
কানাডার মিশেল লি-কে হারিয়ে পিভি সিন্ধু প্রথমবার কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জয়ের ঠিক পরেই ভারতকে বার্মিংহ্যামের ব্যাডমিন্টন থেকে দ্বিতীয় গোল্ড মেডেল এনে দিলেন লক্ষ্য সেন। ফাইনালে তিনি হারিয়ে দেন মালয়েশিয়ার নগ জে ইয়ংকে।
প্রথম গেম হেরেও ঘুরে দাঁড়িয়ে তিন গেমের লড়াইয়ে গোল্ড মেডেল ম্যাচ জিতে নেন ভারতীয় শাটলার। ম্যাচের ফল লক্ষ্যর অনুকূলে ১৯-২১, ২১-৯, ২১- ১৬।
উল্লেখ্য, কমনওয়েলথ গেমসের আসরে এটিই লক্ষ্য সেনের প্রথম সোনা তথা সিঙ্গলসে প্রথম পদক জয়। যদিও বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এটি ভারতীয় তারকা দ্বিতীয় মেডেল। যুব অলিম্পিকে জোড়া পদকজয়ী লক্ষ্য এর আগে বার্মিংহ্যামের মিক্সড টিম ইভেন্টে রুপো জিতেছেন।
কোন পথে এল লক্ষ্য সেনের গোল্ড মেডেল:-
- প্রথম রাউন্ডে বাই পান।
- দ্বিতীয় রাউন্ডে ২১-৪, ২১-৫ গেমে হারিয়ে দেন সেন্ট হেলেনার ভার্নন স্মিডকে।
- প্রি-কোয়ার্টারে ২১-৯, ২১-১৬ গেমে হারিয়ে দেন অস্ট্রেলিয়ার য়িংজিয়াং লিনকে।
- কোয়ার্টার ফাইনালে ২১-১২, ২১-১১ গেমে পরাজিত করেন মরিশাসের জর্জেস জুলিয়েন পলকে।
- সেমিফাইনালে ২১-১০, ১৮-২১, ২১-১৬ গেমে হারিয়ে দেন সিঙ্গাপুরের জেসন তেহকে।
- ফাইনালে ১৯-২১, ২১-৯, ২১- ১৬ গেমে পরাস্ত করেন মালয়েশিয়ার নগ জে ইয়ংকে।
আন্তর্জাতিক মঞ্চে লক্ষ্যর সাফল্য:-
- ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মেনস সিঙ্গলসে সোনা জয়।
- ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মিক্সড টিম ইভেন্টে রুপো জয়।
- ২০২১ বিশ্বচ্যাম্পিয়নশিপের মেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জয়।
- ২০২২ থমাস কাপের মেনস টিম ইভেন্টে সোনা জয়।
- ২০২০ এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের মেনস টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়।
- ২০১৮ যুব অলিম্পিক গেমসের বয়েজ সিঙ্গলসে রুপো জয়।
- ২০১৮ যুব অলিম্পিক গেমসের মিক্সড টিম ইভেন্টে সোনা জয়।
- ২০১৮ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের বয়েজ সিঙ্গলসে ব্রোঞ্জ জয়।
- ২০১৮ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের বয়েজ সিঙ্গলসে সোনা জয়।
- ২০১৬ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের বয়েজ সিঙ্গলসে ব্রোঞ্জ জয়।
- Related topics -
- খেলাধুলা
- ব্যাডমিন্টন
- কমনওয়েলথ গেমস
- সোনা জয়ী
- ভারত
- লক্ষ্য সেন