এয়ারপোর্ট থেকে বাজেয়াপ্ত ৫ কোটির ঘড়ি, বিপাকে পড়লেন হার্দিক পান্ডিয়া!

Wednesday, November 17 2021, 2:14 pm
highlightKey Highlights

রবিবার গভীর রাতে ভারতে পৌঁছানোর পর বিমানবন্দরের শুল্ক বিভাগ বাজেয়াপ্ত করেন হার্দিক পান্ডিয়ার ৫ কোটি মূল্যের দুটি ঘড়ি।


সমস্যায় পড়লেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া

নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ দলে জাগয়া না পাওয়ায় বেশকিছু দিন ধরেই চাপে ছিলেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এরমধ্যেই আবারও সমস্যায় পড়লেন তিনি। গত রবিবার গভীর রাতে আমিরশাহি থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে শুল্ক বিভাগ বাজেয়াপ্ত করেছে তাঁর ৫ কোটি মূল্যের দুটি ঘড়ি।

বাজেয়াপ্ত করা হল হার্দিক পান্ডিয়ার বহু মূল্যের ঘড়ি
বাজেয়াপ্ত করা হল হার্দিক পান্ডিয়ার বহু মূল্যের ঘড়ি
Trending Updates

ঘড়ি দু'টির কোনও রশিদ পাওয়া যায়নি পান্ডিয়ার কাছে

ভারতীয় মুদ্রায় ওই ঘড়ি দু'টির মূল্য প্রায় ৫ কোটি টাকা ।  জানা গিয়েছে ওই বহুমূল্য ঘড়ি দু'টির কোনও রশিদ পান্ডিয়ার কাছে ছিল না এমনকি  আগে থেকে ঘড়ি দু'টির কথা উল্লেখও করেননি তিনি। ফলে কাস্টমস কর্মকর্তারা তার ঘড়ি বাজেয়াপ্ত করেন।

বিশ্বের সবচেয়ে দামী কিছু ঘড়ির মালিকানা রয়েছে হার্দিক পান্ডিয়ার নামে
বিশ্বের সবচেয়ে দামী কিছু ঘড়ির মালিকানা রয়েছে হার্দিক পান্ডিয়ার নামে



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File