অর্থনীতি

Share Market: সুদ বাড়ানোর ফলে ৬.২৭ লক্ষ কোটি টাকা খোয়া গেল লগ্নিকারীদের!!!

Share Market: সুদ বাড়ানোর ফলে ৬.২৭ লক্ষ কোটি টাকা খোয়া গেল লগ্নিকারীদের!!!
Key Highlights

বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কও সুদ বাড়াচ্ছে অর্থাৎ সুদ বৃদ্ধির ব্যাপারে বাজারের প্রস্তুতি ছিলই, ব্যাখ্যা বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খণ্ডেলওয়ালের।

ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশ সুদের হার বাড়ানোয় এত দিন ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি মূলধন বেরিয়ে যাচ্ছিল। ফিরে প্রবল অস্থিরতা বাড়ছিল। এ বার খাস দেশের বাজারে মূল্যবৃদ্ধির মোকাবিলায় রিজ়ার্ভ ব্যাঙ্ক আকস্মিক সুদ বাড়ানোয় সরাসরি তার প্রভাব পড়ল সূচকে। এক দিনে ২ শতাংশের বেশি পড়ল সেনসেক্স এবং নিফ্‌টি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, মূল্যবৃদ্ধিকে বাগে আনতে শীর্ষ ব্যাঙ্কের সুদ বৃদ্ধি অবশ্যম্ভাবীই ছিল। কিন্তু বুধবার বাজারে জীবন বিমা নিগম - এলআইসি (LIC ) প্রথম শেয়ার (IPO ) খোলার দিনেই যে এমন পদক্ষেপ করা হবে, তা লগ্নিকারীরা ভাবতে পারেননি। উল্লেখ্য, এ দিন ভারতীয় সময় গভীর রাতে ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে আমেরিকার ফেডারাল রিজ়ার্ভ। গত ২২ বছরে এটি সর্বোচ্চ। 

মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে রিজ়ার্ভ ব্যাঙ্ক আরও কয়েক দফা সুদ বাড়াতে পারে। তবে বেশ কিছু শেয়ারের দাম এখনও যথেষ্ট উঁচুতে। বাজারে আরও সংশোধন হবে।

স্টুয়ার্ট সিকিউরিটিজ়ের চেয়ারম্যান কমল পারেখ

বুধবার দুপুরে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৪০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধির কথা ঘোষণা করার পর থেকেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। দিনের শেষে ১৩০৬.৯৬ পয়েন্ট খুইয়ে ৫৫,৬৬৯.০৩ অঙ্কে থামে সেনসেক্স। ৩৯১.৫০ পয়েন্ট নেমে নিফ্‌টি হয়েছে ১৬,৬৭৭.৬০। সবচেয়ে বেশি পড়েছে আবাসন, গাড়ি, ব্যাঙ্কিং ক্ষেত্রের শেয়ারগুলি। এ দিনের পতনের ফলে লগ্নিকারীদের ৬.২৭ লক্ষ কোটি টাকার পুঁজি মুছে গেল। বিদেশি লগ্নিকারীরা তাতে ৩২৮৮.১৮ কোটি তুলে নিলেও দেশীয় লগ্নি সংস্থাগুলি অবশ্য ঢেলেছে ১৩৩৮ কোটি টাকা।

সুদ বৃদ্ধি অবশ্যম্ভাবী ছিল। তবে এ দিনের ব্যাপারটা আকস্মিক। তাই বাজারে বেশি প্রতিক্রিয়া হয়েছে। তবে এলআইসির আইপিও নিয়ে সমস্যা হবে না।

দেকো সিকিউরিটিজ়ের ডিরেক্টর আশিস নন্দী

India-China | 'অরুণাচল প্রদেশ বলে কিছু নেই!'- এয়ারপোর্টে ভারতীয় তরুণীকে আটক চিনের, পাল্টা ভারতের
Smriti Mandhana | বাবার অসুস্থতায় স্থগিত বিয়ে, এরই মধ্যে পলাশকে নিয়ে বড় সিদ্ধান্ত স্মৃতির!
Dharmendra | বাড়ি ও শ্মশানে আচমকাই ভিড় ধর্মেন্দ্রর পরিবারের! তবে কি প্রয়াত কিংবদন্তি অভিনেতা?
Rajnath Singh | ভারতের অধীনে আসতে পারে পাকিস্তানের সিন্ধু প্রদেশ!- ইঙ্গিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
Tejas Crash | দুবাইয়ে এয়ার শোতে তেজস ভেঙে পড়ে শহীদ! নমনশকে শেষ শ্রদ্ধা উইং কমান্ডার স্ত্রীর
Kakdwip | জারি হয়েছিল লুক আউট নোটিস, কাকদ্বীপে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে গ্রেপ্তার আইনজীবী
26/11 Mumbai attack | ১৪তম বার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন