Share Market: সুদ বাড়ানোর ফলে ৬.২৭ লক্ষ কোটি টাকা খোয়া গেল লগ্নিকারীদের!!!
বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কও সুদ বাড়াচ্ছে অর্থাৎ সুদ বৃদ্ধির ব্যাপারে বাজারের প্রস্তুতি ছিলই, ব্যাখ্যা বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খণ্ডেলওয়ালের।
ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশ সুদের হার বাড়ানোয় এত দিন ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি মূলধন বেরিয়ে যাচ্ছিল। ফিরে প্রবল অস্থিরতা বাড়ছিল। এ বার খাস দেশের বাজারে মূল্যবৃদ্ধির মোকাবিলায় রিজ়ার্ভ ব্যাঙ্ক আকস্মিক সুদ বাড়ানোয় সরাসরি তার প্রভাব পড়ল সূচকে। এক দিনে ২ শতাংশের বেশি পড়ল সেনসেক্স এবং নিফ্টি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, মূল্যবৃদ্ধিকে বাগে আনতে শীর্ষ ব্যাঙ্কের সুদ বৃদ্ধি অবশ্যম্ভাবীই ছিল। কিন্তু বুধবার বাজারে জীবন বিমা নিগম - এলআইসি (LIC ) প্রথম শেয়ার (IPO ) খোলার দিনেই যে এমন পদক্ষেপ করা হবে, তা লগ্নিকারীরা ভাবতে পারেননি। উল্লেখ্য, এ দিন ভারতীয় সময় গভীর রাতে ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে আমেরিকার ফেডারাল রিজ়ার্ভ। গত ২২ বছরে এটি সর্বোচ্চ।
মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে রিজ়ার্ভ ব্যাঙ্ক আরও কয়েক দফা সুদ বাড়াতে পারে। তবে বেশ কিছু শেয়ারের দাম এখনও যথেষ্ট উঁচুতে। বাজারে আরও সংশোধন হবে।
বুধবার দুপুরে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৪০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধির কথা ঘোষণা করার পর থেকেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। দিনের শেষে ১৩০৬.৯৬ পয়েন্ট খুইয়ে ৫৫,৬৬৯.০৩ অঙ্কে থামে সেনসেক্স। ৩৯১.৫০ পয়েন্ট নেমে নিফ্টি হয়েছে ১৬,৬৭৭.৬০। সবচেয়ে বেশি পড়েছে আবাসন, গাড়ি, ব্যাঙ্কিং ক্ষেত্রের শেয়ারগুলি। এ দিনের পতনের ফলে লগ্নিকারীদের ৬.২৭ লক্ষ কোটি টাকার পুঁজি মুছে গেল। বিদেশি লগ্নিকারীরা তাতে ৩২৮৮.১৮ কোটি তুলে নিলেও দেশীয় লগ্নি সংস্থাগুলি অবশ্য ঢেলেছে ১৩৩৮ কোটি টাকা।
সুদ বৃদ্ধি অবশ্যম্ভাবী ছিল। তবে এ দিনের ব্যাপারটা আকস্মিক। তাই বাজারে বেশি প্রতিক্রিয়া হয়েছে। তবে এলআইসির আইপিও নিয়ে সমস্যা হবে না।