কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি ঘোষণা করলো তাদের নতুন কোচের নাম

Wednesday, August 17 2022, 1:59 pm
highlightKey Highlights

নতুন কোচ হিসেবে শেষ মরসুমে রঞ্জি ট্রফি জয়ী কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিযুক্ত করলো কলকাতা নাইট রাইডার্সরা।


এ দেশের ঘরোয়া ক্রিকেট এবং তরুণ প্রতিভাদের তিনি যতটা ভালো চেনেন ততটা হয়তো জাতীয় দলের নির্বাচকরাও চেনেন না। ভারতের ঘরোয়া ক্রিকেটের সেই সফলতম কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেই নতুন কোচ হিসেবে নিযুক্ত করলো দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন দল কেকেআর।

কলকাতা নাইট রাইডার্সের বর্তমান নতুন কোচের সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক:

ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ চন্দ্রনাথ পণ্ডিত। বিগত ৭ বছরে চারটি রঞ্জি ট্রফি জিতেছেন তিনি। ২০১৫-১৬ মরসুমে মুম্বইয়ের কোচ ছিলেন চন্দ্রনাথ পণ্ডিত এবং সেই বছর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। এর পর বিদর্ভে কোচ হন তিনি। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মরসুমে তিনি বিদর্ভকে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন করেন। ২০২২ রঞ্জি ট্রফিতে তিনি চ্যাম্পিয়ন করেন মধ্যপ্রদেশকে। মুম্বইকে হারিয়ে প্রথমবার রঞ্জি জয়ের স্বাদ এই বছরই পায় মধ্যপ্রদেশ।

Trending Updates
নাইট রাইডার্স গ্রুপে মুখ্য আধিকারিক বেঙ্গি মাইসর
নাইট রাইডার্স গ্রুপে মুখ্য আধিকারিক বেঙ্গি মাইসর

বুধবার কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিতের নাম ঘোষণা করেন নাইট রাইডার্স গ্রুপে মুখ্য আধিকারিকের পদে থাকা বেঙ্গি মাইসর। তিনি বললেন, 'আমরা অত্যন্ত খুশি যে চন্দু আমাদের সঙ্গে নাইট রাইডার্স পরিবারে যোগ দিচ্ছে। ও সাফল্য এবং ট্র্যাক রেকর্ডই ওর হয়ে কথা বলে। সবাই জানে ঘরোয়া ক্রিকেটে কতটা সফল ও। আমাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে ওর পার্টনারশিপের দিকে আমরা চেয়ে রয়েছি, আশা করি সেটা দুর্দান্ত হবে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File