Coromandel Express Accident | বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল! দুমড়ে মুচড়ে গেল করমন্ডল এক্সপ্রেস!

Saturday, June 3 2023, 6:56 am
highlightKey Highlights

শুক্রবার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস। মৃত ও আহতদের সংখ্যা অগুনতি। মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য।


ভয়াবহ দুর্ঘটনার শিকার চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express)। বালেশ্বরের (Balasore) কাছে, লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় এক্সপ্রেস ট্রেনটি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকার্য। শুক্রবার অর্থাৎ ২রা জুনের বিকেলের এই দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য যাত্রী। এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে বলে খবর এলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ভয়াবহ দুর্ঘটনার শিকার চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস
ভয়াবহ দুর্ঘটনার শিকার চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস

রেলের মুখপাত্র অমিতাভ শর্মা (Amitava Sharma) জানান শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ শালিমার থেকে চেন্নাই গামী করমন্ডল এক্সপ্রেসেরর ১০ থেকে ১২ টি কামরা বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে করমন্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরাগুলি ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। অন্যদিকে কিছুক্ষণ পর হাওড়া গামী যশবন্তপুর এক্সপ্রেস (Yesvantpur Express) আসছিল উল্টোদিকে লাইন দিয়ে। সেই ট্রেনটি করমন্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার উপর দিয়ে চলে যায়। যার ফলে লাইনচ্যুত হয় যশবন্তপুর এক্সপ্রেসেরও তিন থেকে চারটি কামরা।

Trending Updates
শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত
শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত

আরেক সুত্রের দাবি, করমন্ডল এক্সপ্রেস সোজা গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে। করমন্ডল এক্সপ্রেস সেই সময় অত্যন্ত দ্রুত গতিতে ছিল যার ফলে অভিঘাতেই এক্সপ্রেসের ১০ থেকে ১২ টি কামরা খেলনার গাড়ির মতো উল্টে যায়। যদিও ঠিক কি কারনে এই দুর্ঘটনা ঘটে তা এখনো স্পষ্ট নয়।

দুমড়ে মুছরে যায় ট্রেনের একাধিক বগি
দুমড়ে মুছরে যায় ট্রেনের একাধিক বগি

শুক্রবার দুপুর তিনটে কুড়ি মিনিট নাগাদ হাওড়ার শালিমার (Shalimar) থেকে রওনা দেয় এই করমন্ডল এক্সপ্রেস। এরপর সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ট্রেন সংঘর্ষ হওয়ায় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন উঠে যায় অন্য ট্রেনের ওপর। পাশাপাশি দুমড়ে মুছরে যায় ট্রেনের একাধিক বগি।

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা

দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) একটি বিশেষ দল। সেন্ট্রালাইজড ট্রাফিক কন্ট্রোলের (Centralized Traffic Control) ৩২ সদস্যের একটি দল ও ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার কাজে হাত লাগায় বায়ু সেনা (Air Force)। স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় ১০০ টিরও বেশি অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি। পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে পাঠানো হয় ২৫ টি অ্যাম্বুলেন্স ১২ জন চিকিৎসক এবং দুটি শববাহী গাড়ি। চিপ ডিস্ট্রিক মেডিকেল অফিসারও (Chief District Medical Officer) তার বিশেষ টিম নিয়ে পৌঁছন দুর্ঘটনাস্থলে। এছাড়াও রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীকে (Harikrishna Trivedi) উদ্ধারকাজ ও গোটা পরিস্থিতি দিয়ে দেখার জন্য দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ট্রেনের ভিতরে কোন যাত্রী আটকে রয়েছেন কিনা তা জানতে আনা হয় স্নিফার ডগ (Sniffer Dog)।

উদ্ধারকার্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ু সেনা,  স্নিফার ডগ
উদ্ধারকার্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ু সেনা,  স্নিফার ডগ

বালেশ্বরে করমন্ডল এর এই দুর্ঘটনায় দেখা যেতে পারে মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সরকারের তরফ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে ২৬১ জনের। তবে আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা বেড়ে ৫০০ এর কাছাকাছি দাড়াতে পারে। এখও বহু যাত্রী আটকে রয়েছেন। জানা গিয়েছে করমন্ডল হয় এক্সপ্রেসে অধিকাংশই ছিলেন পশ্চিমবঙ্গবাসী। অন্যদিকে আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয় অগুনতি আহত যাত্রীদের। সূত্রের খবর গোপালপুরের (Gopalpur) একটি হাসপাতালেই দুর্ঘটনার ভর্তি করা হয় প্রায় দেড়শো জন আহত যাত্রীদের। যার মধ্যে মূলত চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের (South India) দিকে যাচ্ছিলেন অসংখ্য যাত্রী।

মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা
মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা

দুর্ঘটনার খবর জানতে শোক প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) টুইট, দুর্ঘটনাগ্রস্থ পরিবারগুলিকে সব রকমের সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আজ অর্থাৎ ৩রা জুন শনিবার সূচনা করার কথা ছিল গোয়া-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। সেখানে প্রধানমন্ত্রী সঙ্গে উপস্থিত হওয়ার কথা ছিল রেলমন্ত্রীও কিন্তু বালেশ্বরের দুর্ঘটনার পর সেই কর্মসূচি বাতিল করা হয়।

শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ওড়িশার ট্রেন দুর্ঘটনা শোকাহত। দ্রুত সুস্থ হয়ে উঠুন। দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট  
  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট  

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দুঃখ প্রকাশ করে জানান, ঘটনাস্থলে উদ্ধার কার্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছে গিয়েছে। এছাড়াও দুর্ঘটনাগ্রস্থ পরিবারদের জন্য সমবেদনাও জানান তিনি।

দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ওড়িশার বালাসরের ট্রেন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সবাই মিলে উদ্ধার কার্যে হাত লাগাবে। আমি শোকসন্তপ্ত পরিবার গুলির প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অমিত শাহের টুইট
অমিত শাহের টুইট

অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইটারে জানান, মর্মান্তিক ঘটনায় অত্যন্ত শোকাহত তিনি। উড়িষ্যা সরকারের সঙ্গে যোগাযোগ করে পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম (Control Room) এবং তার হেল্পলাইন নম্বর দিয়ে জানান প্রতিনিধি দল পাঠানো হচ্ছে রাজ্যের তরফ থেকে।

মর্মান্তিক ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মর্মান্তিক ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা আমি শোকাহত। উড়িষ্যা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বহু মানুষের অবস্থা আশঙ্কজনক প্রতিনিধিদল পাঠাচ্ছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের টুইট
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের টুইট

শুক্রবার দুর্ঘটনার কয়েক ঘন্টার পরেই কন্ট্রোল রুম খোলা হয় নবান্নে (Nabanna)। এই হেল্পলাইন নাম্বার গুলি হল ০৩৩-২২১৪৩৫২৬ ০৩৩-২২৫৩৫১৮৫। এই দুটি নম্বর আপাতত সারাক্ষণ সক্রিয় থাকবে। যে সকল পরিবারের লোকজন বা পরিচিতরা করমন্ডল এক্সপ্রেসে ছিলেন তারা এই নম্বরে যোগাযোগ করে পরিস্থিতির বিষয়ে আপডেট নিতে পারেন।

লাইন ছেড়ে পাশের রাস্তায় রেলের বগি
লাইন ছেড়ে পাশের রাস্তায় রেলের বগি

নবান্নের পাশাপাশি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। হাওড়া স্টেশন (Howrah Station), খড়গপুর স্টেশন (Kharagpur Station), শালিমার স্টেশন (Shalimar Station) বালেশ্বর স্টেশনের (Balasore Station) জন্যও।

হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর - ০৩৩-২৬৩৮২২১৭

খড়গপুর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর - ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯

বালেশ্বর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর - ৮২৪৯৫৯১৫৫৯

শালিমার স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর - ৯৯০৩৩৭০৭৪৬

খোলা হয়েছে হেল্পলাইন নম্বর
খোলা হয়েছে হেল্পলাইন নম্বর

উদ্ধার কাজ যত হচ্ছে তত বাড়ছে মৃত দেহের সংখ্যা। শনিবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav)। দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করে টুইট করে তিনি ঘোষণা করেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা। গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং তুলনামূলক কম আহতদের ৫০ হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হবে।

অশ্বিনী বৈষ্ণবের টুইট
অশ্বিনী বৈষ্ণবের টুইট

এদিনের দুর্ঘটনায় ইতিমধ্যে ভারতীয় রেলের (Indian Railways) বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। কীভাবে দুমড়ে মুছরে যায় এক্সপ্রেসের এক একটি বগি। এক্ষেত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (Integral Coach Factory) তৈরি পুরনো কোচ। ফলে এখানে প্রশ্ন উঠছে তাহলে কি লিংক হফম্যান বুশ (Link Hoffman Bush) বা এলএইচবি (LHB) কামরা থাকলে কম ক্ষতি হতো? সাধারণ কামরার থেকে এলএইচবি কামরা বেশ কয়েকটি মাপকাঠি ত অনেক উন্নত। এইধরনের কামরা বিশেষ বৈশিষ্ট্য হল, ট্রেন দুর্ঘটনায় কবলে পড়লে এই কামড়াগুলি উল্টে যায় না। জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কামরার ক্ষেত্রে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কম। পাশাপাশি এই কামরায় রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নিউমেটিক ব্রেক (Pneumatic Brake)। তীব্র গতিতে দুর্ঘটনাগ্রস্থ হলেও আচমকা গতিবেগ কমে যাওয়াকে অনেকটাই সামাল দেয় এলএইচবি কামরাগুলি।

এলএইচবি বগি ছিলনা করমণ্ডল এক্সপ্রেসে
এলএইচবি বগি ছিলনা করমণ্ডল এক্সপ্রেসে

উল্লেখ্য, ২০০০ সাল থেকেই এলএইচবি কামরা ব্যবহার করছে ভারতীয় রেল। প্রথমে শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express) এর জন্য ২৮ টি কামরা জার্মানি থেকে আমদানি করা হয়। পরে প্রযুক্তি আমদানি করে পাঞ্জাবের কাপূর্থালার রেল কোচ (Kapurthala Rail Coach) কারখানায় ওই কামরা আরও তৈরি করা হচ্ছে। শতাব্দি ও রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) ছাড়াও অসংখ্য ট্রেনে এই আধুনিক কামরার ব্যবহার করা হয়। কিন্তু এখনও অনেক মেল - এক্সপ্রেসে (Mail - Express) চালু করা যায়নি এই কামরার ব্যবস্থা।

বালেশ্বরের দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন
বালেশ্বরের দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফ থেকে বাতিল করা হয় একাধিক ট্রেন। যার ফলে শুক্রবার রাতে হাওড়া স্টেশনে (Howrah Station) দেখা যায় ক্ষুব্ধ যাত্রীদের বিক্ষোভ। শুক্রবারে পাশাপাশি শনিবার অর্থাৎ আজকের জন্যও বাতিল করা হয় একাধিক ট্রেন। দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা।

শনিবার পর্যন্ত বাতিল ট্রেন
শনিবার পর্যন্ত বাতিল ট্রেন
  • ১২৮৩৭ হাওড়া – পুরী এক্সপ্রেস
  • ১২৮৬৩ হাওড়া – এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
  • ০২৮৩৭ সাঁতরাগাছি – পুরী এক্সপ্রেস
  • ২০৮৩১ শালিমার- সম্বলপুর এক্সপ্রেস
  • ১২৮৩৯ হাওড়া – চেন্নাই মেল
  • ২২২০১ শিয়ালদহ – পুরী দুরন্ত এক্সপ্রেস

শনিবার বাতিল যে ট্রেনগুলি -

  • ০৮৪১১ বালেশ্বর – ভুবনেশ্বর মেমু
  • ০৮৪১৫ জলেশ্বর – পুরী মেমু
  • ১২৮৯১ বাংরিপোসি – পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস
  • ১৮০২১ খড়্গপুর – খুরদা এক্সপ্রেস
  • ০৮০৬৩ খড়্গপুর – ভদ্রক মেমু
  • ০৮০৩১ বালেশ্বর – ভদ্রক মেমু
  • ১৮০৪৫ ইস্ট কোস্ট এক্সপ্রেস
  • ২০৮৮৯ হাওড়া – তিরুপতি হামসফর এক্সপ্রেস



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File