দেশ

Custodial Death in WB: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ঘিরে বিতর্ক

Custodial Death in WB: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ঘিরে বিতর্ক
Key Highlights

লালন শেখ ক্যাম্পের টয়লেটে গিয়ে একটি গামচা দিয়ে সিলিং থেকে ঝুলে পড়েছিল।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বগতুই গ্রামের সহিংসতার মামলার একজন মূল অভিযুক্ত, যাতে এই বছরের মার্চ মাসে ১০ জন নিহত হয়েছিল, সোমবার সন্ধ্যায় সিবিআই হেফাজতে মারা যায়। প্রসঙ্গত, বগতুই গ্রামের কাছে বোমা হামলায় টিএমসি-নিয়ন্ত্রিত বারশাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ নিহত হওয়ার পরে ২১শে মার্চ বগতুইতে সহিংসতা হয়েছিল।

মামলায় সিবিআই-এর চার্জশিট অনুসারে, স্থানীয় টিএমসি নেতা আনারুল হোসেনের পরিকল্পনা অনুসারে হত্যাকাণ্ডটি একটি প্রতিশোধমূলক আক্রমণের সূত্রপাত করেছিল যার মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছিল। ঘরবাড়িতে আগুনে পুড়ে মারা গেছে বেশ কিছু মানুষ।

সিবিআই কর্মীরা তাকে এত নির্দয়ভাবে মারধর করে যে তিনি ঠিকভাবে দাঁড়াতে পারেননি। এমনকি তাকে জলও খেতে দেওয়া হয়নি। আমরা তার খুনের পিছনে সিবিআই কর্মীদের শাস্তি চাই।

সামসুন্নাহার বিবি (লালনের খালা) 

লালন,  ভাদু শেখের ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয়। কলকাতা হাইকোর্ট সিবিআইকে ভাদু শেখের হত্যা এবং বগতুই সহিংসতা উভয়েরই তদন্ত করতে বলে, সংস্থাটি ২৫শে মার্চ ২২ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছিল। কর্মকর্তারা দাবি করেছেন যে লালন শেখ, যাকে ৪ঠা ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে সিবিআই গ্রেপ্তার করেছিল, তাকে জেলার রামপুরহাট মহকুমার এজেন্সির অস্থায়ী শিবির অফিসে একটি ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।

হেফাজতে নির্যাতনের অভিযোগ করে, লালনের পরিবার দাবি করেছে যে তাকে হত্যা করা হয়েছে, তার মৃত্যুর জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি করেছে। মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই সোমবার সন্ধ্যায় রামপুরহাট মেডিক্যাল কলেজে যান মৃতের পরিবার ও স্বজনরা।

সিবিআই আধিকারিকরা জানিয়েছেন যে লালন বিকাল ৪:৫০ মিনিটে মারা যান এবং বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছিল। সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পেও ভিডিওগ্রাফি করা হয়েছিল বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদের গত বাদল অধিবেশনেই সংসদে হেফাজতের মৃত্যুর পরিসংখ্যান দিয়েছেন। সেই পরিসংখ্যান অনুসারে ২০২০ থেকে পরপর উত্তরপ্রদেশে সবথেকে বেশি হেফাজতে মৃত্যুর মামলা রুজু হয়েছে।


Telangana | বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা না জানালে জেলে যাবেন মুখ্যসচিব-সরকারি অফিসাররা! কড়া বার্তা সুপ্রিম কোর্টের!
SSC-Supreme Court | আপাতত স্কুলে পড়াতে পারবেন 'যোগ্য' শিক্ষকরা! চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট!
BR Gavai | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই! দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি পাবে ভারত!
USA Tariff for China | চিনের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপালো ট্রাম্প! শুল্ক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই যুক্তরাষ্ট্র-চিনের!
Noboborsho | ১লা বৈশাখের সূচনা নাকি করেছিলেন স্বয়ং সম্রাট আকবর! জেনে নিন বাংলা নববর্ষের ইতিকথা
Murshidabad | জঙ্গিপুরে ‘বিশেষ ডিউটি’তে ডাকা হলো পুলিশ কর্তাদের, মুর্শিদাবাদে অশান্তিতে তৎপর প্রশাসন
SSC 2016 Panel Cancel | 'সোমেই প্রকাশ হবে যোগ্য-অযোগ্য তালিকা'- আশ্বাস শিক্ষামন্ত্র্রীর! জানালো ১২ সদস্যের প্রতিনিধি দল