দেশ

Custodial Death in WB: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ঘিরে বিতর্ক

Custodial Death in WB: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ঘিরে বিতর্ক
Key Highlights

লালন শেখ ক্যাম্পের টয়লেটে গিয়ে একটি গামচা দিয়ে সিলিং থেকে ঝুলে পড়েছিল।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বগতুই গ্রামের সহিংসতার মামলার একজন মূল অভিযুক্ত, যাতে এই বছরের মার্চ মাসে ১০ জন নিহত হয়েছিল, সোমবার সন্ধ্যায় সিবিআই হেফাজতে মারা যায়। প্রসঙ্গত, বগতুই গ্রামের কাছে বোমা হামলায় টিএমসি-নিয়ন্ত্রিত বারশাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ নিহত হওয়ার পরে ২১শে মার্চ বগতুইতে সহিংসতা হয়েছিল।

মামলায় সিবিআই-এর চার্জশিট অনুসারে, স্থানীয় টিএমসি নেতা আনারুল হোসেনের পরিকল্পনা অনুসারে হত্যাকাণ্ডটি একটি প্রতিশোধমূলক আক্রমণের সূত্রপাত করেছিল যার মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছিল। ঘরবাড়িতে আগুনে পুড়ে মারা গেছে বেশ কিছু মানুষ।

সিবিআই কর্মীরা তাকে এত নির্দয়ভাবে মারধর করে যে তিনি ঠিকভাবে দাঁড়াতে পারেননি। এমনকি তাকে জলও খেতে দেওয়া হয়নি। আমরা তার খুনের পিছনে সিবিআই কর্মীদের শাস্তি চাই।

সামসুন্নাহার বিবি (লালনের খালা) 

লালন,  ভাদু শেখের ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয়। কলকাতা হাইকোর্ট সিবিআইকে ভাদু শেখের হত্যা এবং বগতুই সহিংসতা উভয়েরই তদন্ত করতে বলে, সংস্থাটি ২৫শে মার্চ ২২ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছিল। কর্মকর্তারা দাবি করেছেন যে লালন শেখ, যাকে ৪ঠা ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে সিবিআই গ্রেপ্তার করেছিল, তাকে জেলার রামপুরহাট মহকুমার এজেন্সির অস্থায়ী শিবির অফিসে একটি ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।

হেফাজতে নির্যাতনের অভিযোগ করে, লালনের পরিবার দাবি করেছে যে তাকে হত্যা করা হয়েছে, তার মৃত্যুর জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি করেছে। মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই সোমবার সন্ধ্যায় রামপুরহাট মেডিক্যাল কলেজে যান মৃতের পরিবার ও স্বজনরা।

সিবিআই আধিকারিকরা জানিয়েছেন যে লালন বিকাল ৪:৫০ মিনিটে মারা যান এবং বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছিল। সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পেও ভিডিওগ্রাফি করা হয়েছিল বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদের গত বাদল অধিবেশনেই সংসদে হেফাজতের মৃত্যুর পরিসংখ্যান দিয়েছেন। সেই পরিসংখ্যান অনুসারে ২০২০ থেকে পরপর উত্তরপ্রদেশে সবথেকে বেশি হেফাজতে মৃত্যুর মামলা রুজু হয়েছে।


Uber Ola | ব্যস্ত সময়ে দ্বিগুন ভাড়া হাঁকতে পারবে অ্যাপ-ক্যাব সংস্থাগুলি! ছাড়পত্র দিলো পরিবহণ মন্ত্রক
Vinesh Phogat | মা হলেন ভিনেশ ফোগাট! অলিম্পিয়ান কুস্তিগিরের ছেলে হলো না মেয়ে?
Weather Update | আজ থেকেই বাড়বে বৃষ্টিপাত! আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!
Ahmedabad Plane Crash | আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যুক্ত হতে চায় রাষ্ট্রসংঘ, প্রস্তাব প্রত্যাখ্যান করলো ভারত!
Election Commission | এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করলো নির্বাচন কমিশন!
Puri Lord Jagannath | বর্বর শবরদের ‘ট্রাইবাল গড’ থেকে রাজ-পুরী! ৯০০ বছর পরেও নীচবর্ণের হাতে পুজো পান ভক্তের ভগবান প্রভু জগন্নাথ
Breaking News | জয়ের সেলিব্রেশনে এত মানুষের মৃত্যু কীভাবে? ফ্র্যাঞ্চাইজির কাছে লিখিত জবাব তলব BCCI-এর