শিক্ষা ব্যবস্থা

Loreto College | 'বাংলায়' পড়াশোনা করা পড়ুয়াদের স্নাতকে ভর্তিতে 'না' লরেটো কলেজের! বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

Loreto College | 'বাংলায়' পড়াশোনা করা পড়ুয়াদের স্নাতকে ভর্তিতে 'না' লরেটো কলেজের! বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
Key Highlights

কলকাতার লরেটো কলেজে স্নাতক স্তরের ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে 'বাংলা বিতর্ক'। নির্দেশিকা অনুযায়ী, যারা আঞ্চলিক ভাষায় পড়াশোনা করেছেন তাদের কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হয়নি।

' বাংলা বিতর্কে ' কলকাতার (Kolkata) খ্যাতনামা লরেটো কলেজ (Loreto College)। ইংরেজি ছাড়া অন্য ভাষায় পড়াশোনা করলে মিলবেনা কলেজে ভর্তির সুযোগ। অভিযোগ, স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয় লরেটো কলেজের তরফ থেকে। এই বিষয়কে ঘিরে রীতিমত উত্তপ্ত সোশ্যাল মিডিয়া (Social Media)। সমালোচনার তোপের মুখে কলেজ কর্তৃপক্ষ।

লরেটো কলেজে স্নাতক (Graduation) স্তরে ভর্তির জন্য যে সাতটি বিষয়ের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রত্যেকটিতেই লেখা রয়েছে, লরেটো কলেজের পড়াশোনার মাধ্যম হলো শুধুমাত্র ইংরেজি। ফলে পরীক্ষায় শুধুমাত্র ইংরেজি ভাষায় উত্তর দিতে হবে। আঞ্চলিক বাংলা এবং হিন্দি ছাড়া অন্য সব বিষয়ের জন্য এই কলেজে স্বনামধন্য অপেন শেলফ লাইব্রেরীতে (Open Shelf Library) শুধুমাত্র ইংরেজি ভাষায় সহায়িকা বই, পাঠ্যবই এবং জার্নাল আছে। ফলে সেই সব পড়ুয়াদের অ্যাডমিশনের জন্য বিবেচনা করা হয়নি যারা দ্বাদশ শ্রেণীতে আঞ্চলিক ভাষায় পড়াশোনা করেছে।

লরেটো কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়ার পরেই নানান সমালোচনা করেছেন নেটিজনরা। অনেকেরই বক্তব্য, ইংরেজি মাধ্যম ছাড়া অন্য মাধ্যম থেকে আসা কোনও পড়ুয়ার এই কলেজে অ্যাডমিশন না নিতে পারার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অনেকের দাবি, আঞ্চলিক ভাষায় যারা পড়াশোনা করেছেন তাদের দ্বিতীয় ভাষা ইংরেজি। যা অনেক গুরুত্ব পায়। সে ক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত?

উল্লেখ্য, কলকাতার সেরা কলেজের মধ্যে একটি লরেটো কলেজের পড়াশোনার প্রধান মাধ্যম হলো ইংরেজি। সেখানে লাইব্রেরী থেকে শুরু করে যাবতীয় পঠনপাঠন সবই ইংরেজি ভাষায়। ফলে এই কারণের ভিত্তিতে ভিন্ন মাধ্যমে পড়াশোনা করা পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে কলজে সূত্রে। যদিও বাংলা মাধ্যমে পড়াশোনা করলে এই কলেজে ভর্তি হওয়া যাবেনা এমন কোনো কথা বলা হয়নি বলেই দাবি তাদের।

এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) রেজিষ্টার দেবাশিষ দাস (Debashish Das) জানিয়েছেন, কলকাতা বিশ্বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নিয়মে এমন কোনো বিষয় নেই যে ইংরেজি বাদে অন্য মাধ্যমে পড়াশোনা করলে এই কলেজে ভর্তি হওয়া যাবেনা। তবে লরেটো কলেজের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি কেন দেওয়া হয়েছে, এমনকি এই বিজ্ঞপ্তি আদৌ দেওয়া হয়েছে কি না সে সম্পর্কে এখনই স্পষ্ট জানানো যাচ্ছে না। অন্যদিকে, শিক্ষাবিদ পবিত্র সরকার (Pavitra Sarkar) জানিয়েছেন, এই কলেজের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কি না টা স্পষ্ট নয়। তবে যদি দেওয়া হয়ে থাকে তা মোটেও কাম্য নয়। যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, মাতৃভাষা বাংলা সেখানে এমন ঘটনা ঘটে উচিত নয়।

তবে লরেটো কলেজের অ্যাডমিশনের এই বিজ্ঞপ্তি নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই শুরু হয় সমালোচনা, ক্ষোভ প্রকাশ। অনেকেরই দাবি, এই ঘটনা অত্যন্ত ধিক্কারজনক। আবার অনেকের দাবি, লরেটো কলেজ কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নিয়েছে ত বাস্তব সম্মত। যে পড়ুয়ারা বাংলা মাধ্যমে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেছেন তাদের ইংরেজি মাধ্যমে স্নাতক স্তরে পড়াশোনা করতে সমস্যা হতে পারে। যদিও এই বিজ্ঞপ্তি অনেকেই সত্য বলে মনে করছেন না।


Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo