শিক্ষা ব্যবস্থা

Loreto College | 'বাংলায়' পড়াশোনা করা পড়ুয়াদের স্নাতকে ভর্তিতে 'না' লরেটো কলেজের! বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

Loreto College | 'বাংলায়' পড়াশোনা করা পড়ুয়াদের স্নাতকে ভর্তিতে 'না' লরেটো কলেজের! বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
Key Highlights

কলকাতার লরেটো কলেজে স্নাতক স্তরের ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে 'বাংলা বিতর্ক'। নির্দেশিকা অনুযায়ী, যারা আঞ্চলিক ভাষায় পড়াশোনা করেছেন তাদের কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হয়নি।

' বাংলা বিতর্কে ' কলকাতার (Kolkata) খ্যাতনামা লরেটো কলেজ (Loreto College)। ইংরেজি ছাড়া অন্য ভাষায় পড়াশোনা করলে মিলবেনা কলেজে ভর্তির সুযোগ। অভিযোগ, স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয় লরেটো কলেজের তরফ থেকে। এই বিষয়কে ঘিরে রীতিমত উত্তপ্ত সোশ্যাল মিডিয়া (Social Media)। সমালোচনার তোপের মুখে কলেজ কর্তৃপক্ষ।

লরেটো কলেজে স্নাতক (Graduation) স্তরে ভর্তির জন্য যে সাতটি বিষয়ের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রত্যেকটিতেই লেখা রয়েছে, লরেটো কলেজের পড়াশোনার মাধ্যম হলো শুধুমাত্র ইংরেজি। ফলে পরীক্ষায় শুধুমাত্র ইংরেজি ভাষায় উত্তর দিতে হবে। আঞ্চলিক বাংলা এবং হিন্দি ছাড়া অন্য সব বিষয়ের জন্য এই কলেজে স্বনামধন্য অপেন শেলফ লাইব্রেরীতে (Open Shelf Library) শুধুমাত্র ইংরেজি ভাষায় সহায়িকা বই, পাঠ্যবই এবং জার্নাল আছে। ফলে সেই সব পড়ুয়াদের অ্যাডমিশনের জন্য বিবেচনা করা হয়নি যারা দ্বাদশ শ্রেণীতে আঞ্চলিক ভাষায় পড়াশোনা করেছে।

লরেটো কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়ার পরেই নানান সমালোচনা করেছেন নেটিজনরা। অনেকেরই বক্তব্য, ইংরেজি মাধ্যম ছাড়া অন্য মাধ্যম থেকে আসা কোনও পড়ুয়ার এই কলেজে অ্যাডমিশন না নিতে পারার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অনেকের দাবি, আঞ্চলিক ভাষায় যারা পড়াশোনা করেছেন তাদের দ্বিতীয় ভাষা ইংরেজি। যা অনেক গুরুত্ব পায়। সে ক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত?

উল্লেখ্য, কলকাতার সেরা কলেজের মধ্যে একটি লরেটো কলেজের পড়াশোনার প্রধান মাধ্যম হলো ইংরেজি। সেখানে লাইব্রেরী থেকে শুরু করে যাবতীয় পঠনপাঠন সবই ইংরেজি ভাষায়। ফলে এই কারণের ভিত্তিতে ভিন্ন মাধ্যমে পড়াশোনা করা পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে কলজে সূত্রে। যদিও বাংলা মাধ্যমে পড়াশোনা করলে এই কলেজে ভর্তি হওয়া যাবেনা এমন কোনো কথা বলা হয়নি বলেই দাবি তাদের।

এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) রেজিষ্টার দেবাশিষ দাস (Debashish Das) জানিয়েছেন, কলকাতা বিশ্বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নিয়মে এমন কোনো বিষয় নেই যে ইংরেজি বাদে অন্য মাধ্যমে পড়াশোনা করলে এই কলেজে ভর্তি হওয়া যাবেনা। তবে লরেটো কলেজের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি কেন দেওয়া হয়েছে, এমনকি এই বিজ্ঞপ্তি আদৌ দেওয়া হয়েছে কি না সে সম্পর্কে এখনই স্পষ্ট জানানো যাচ্ছে না। অন্যদিকে, শিক্ষাবিদ পবিত্র সরকার (Pavitra Sarkar) জানিয়েছেন, এই কলেজের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কি না টা স্পষ্ট নয়। তবে যদি দেওয়া হয়ে থাকে তা মোটেও কাম্য নয়। যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, মাতৃভাষা বাংলা সেখানে এমন ঘটনা ঘটে উচিত নয়।

তবে লরেটো কলেজের অ্যাডমিশনের এই বিজ্ঞপ্তি নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই শুরু হয় সমালোচনা, ক্ষোভ প্রকাশ। অনেকেরই দাবি, এই ঘটনা অত্যন্ত ধিক্কারজনক। আবার অনেকের দাবি, লরেটো কলেজ কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নিয়েছে ত বাস্তব সম্মত। যে পড়ুয়ারা বাংলা মাধ্যমে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেছেন তাদের ইংরেজি মাধ্যমে স্নাতক স্তরে পড়াশোনা করতে সমস্যা হতে পারে। যদিও এই বিজ্ঞপ্তি অনেকেই সত্য বলে মনে করছেন না।


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar