স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতরান, পাকিস্তানকে ছিটকে দিল হরমনপ্রীতের ভারত

Sunday, July 31 2022, 4:25 pm
highlightKey Highlights

বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে ভারত-বার্বাডোজ ম্যাচ। আজকের এই জয়ের ফলে আপাতত ভারত গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করল।


কমনওয়েলথ গেমসের ক্রিকেটে গ্রুপ এ-র মরণ-বাঁচন লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের ভারত। জয়ের জন্য ১৮ ওভারে ভারতের দরকার ছিল ১০০ রান। দুই উইকেট হারিয়ে ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে ফেলল ভারত। টানা দুটি ম্যাচ হেরে ছিটকে গেল পাকিস্তান। ভারত এদিন প্রথম জয় পেয়ে সেমিফাইনালের দৌড়ে রইল ভালোভাবেই। আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬৩ রানে অপরাজিত রইলেন স্মৃতি মান্ধানা।

বৃষ্টির কারণে আজ এজবাস্টনে খেলা শুরু হতে দেরি হয়। ম্যাচের ওভার কমিয়ে ১৮ করা হয়। পাকিস্তান ১৮ ওভারে ৯৯ রানে অল আউট হয়ে যায়।ওপেনার মুনিবা আলি ৩০ বেল ৩২ রান করেন। আলিয়া রিয়াজ ১৮, অধিনায়ক বিসমা মাহরুফ ১৭ রান করেন। ৫০ রানে পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়েছিল। ১৪.৫ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ৫ উইকেটে ৮০। ষষ্ঠ উইকেট পড়ে ১৬.৫ ওভারে ৯৬ রানের মাথায়। সেখান থেকে ৯৯ রানে অল আউট।

জবাবে খেলতে নেমে ভারতের ওপেনিং জুটি দারুণ শুরু করে। ৫.৫ ওভারে শেফালি ভার্মা আউট হন দলের ৬১ রানের মাথায়। বল হাতে একটি উইকেট পাওয়ার পর ওপেন করতে নেমে শেফালি করেন ৯ বলে ১৬। ১০.৪ ওভারে ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ে সাব্বিনেনি মেঘানা আউট হন। তিনি ১৬ বলে ১৪ রান করেন। জেমাইমা রডরিগেজ অপরাজিত থাকেন ৩ পবলে ২ রান করে। পাকিস্তানের তুবা হাসান ও ওমাইমা সোহেল একটি করে উইকেট নেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File