খেলাধুলা

কলকাতা নাইট রাইডার্সের কোচ-ক্রিকেটাররা মেতে উঠেছেন দেবী দশভূজার আরাধনায়

কলকাতা নাইট রাইডার্সের কোচ-ক্রিকেটাররা মেতে উঠেছেন দেবী দশভূজার আরাধনায়
Key Highlights

দুর্গাপূজার তালে মেতে উঠেছে গোটা বঙ্গ। দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতা নাইট রাইডার্সেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ এবং সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোতে কেন্দ্র করে দেশবাসী মেতে উঠেছে । দুর্গাপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্সেও।

দুর্গোৎসবকে কেন্দ্র করে কলকাতা নাইট রাইডার্সরা মেতে উঠেছে উৎসবের আমেজে

মহাসপ্তমীর দিন সকালে শহর কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ালেন কলকাতা নাইট রাইডার্সের নব নিযুক্ত কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং কেকেআর-এর দুই ক্রিকেটার রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়ার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান আবার পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফলে তাঁর দল বাংলার শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে তা তো আর হতে পারে না।

দুর্গাপুজোর সময়ে কলকাতা আসতে পারায় কলকাতা নাইট রাইডার্সের নব নিযুক্ত কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নিজেকে ভাগ্যবান মনে করেন। তিনি বলেছেন, 'কলকাতা এবং কেকেআর-এর সঙ্গে আমার সফর শুরু করার জন্য দুর্গাপুজোর থেকে ভাল মুহূর্ত আর কী হতে পারে! যে প্যাশান এবং ভালবাসা এই শহর দিয়েছে আমাদের দলকে তা অতুলনীয়। আমা আশা করি এই ধারাবাহিকতাকে বজায় রাখতে পারব এবং আমাদের সমর্থকদের সেলিব্রেট করার মত বহু মুহূর্ত উপহার দিতে পারব। এখানকার মানুষের সঙ্গে কেকেআর-এর ক্রিকেটারদের সঙ্গে এই সুন্দর শহরে দুর্গাপুজোর একটা অংশ হয়ে উঠেছি আমি এবং পুজো উপভোগ করছি। অসাধারণ এক অভিজ্ঞতা, আমি শীঘ্রই আবারও আসতে চাই এখানে।'