রাজনৈতিক

রাহুল ঘনিষ্ঠদের ক্ষমতায় বিরক্ত কংগ্রেসের প্রবীণ নেতারা! কাদের বিরুদ্ধে উঠছে অভিযোগ

রাহুল ঘনিষ্ঠদের ক্ষমতায় বিরক্ত কংগ্রেসের প্রবীণ নেতারা! কাদের বিরুদ্ধে উঠছে অভিযোগ
Key Highlights

শুক্রবার প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ দল ছাড়েন। সোনিয়া গান্ধীকে লেখা পাঁচ পাতার পদত্যাগপত্রে তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন।

রাহুল গান্ধীর সহকারী ও নিরাপত্তারক্ষীরা দলটি চালাচ্ছেন। দলের প্রবীণ নেতাদের কোনও মূল্য নেই। একই ধরনের অভিযোগ করে কংগ্রেসের অন্যতম জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধীর সহকারী, ওএসডি ও কিছু নির্বাচিত প্রতিনিধিরা পরিচালনা করছেন। তিনি জানান, প্রায় এক বছর ধরে তিনি রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু বার বার রাহুল গান্ধীর সহকারীর সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে।

কেবলমাত্র গুলাম নবী আজাদ বা জয়বীর শেরগিল নয়, দলের একাধিক নেতা বার বার অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর ঘনিষ্ঠরাই দল চালাচ্ছেন। সেখানে অন্যান্য নেতাদের কোনও ভূমিকা নেই। কংগ্রেসের অনেক প্রবীণ নেতা এই বিষয়ে নিজেরে অভ্যন্তরে আলোচনা করেন। কিন্তু রাহুল ঘনিষ্ঠ কাদের বিরুদ্ধে মূলত দল পরিচালনার অভিযোগ উঠছে?

গুলাম নবী আজাদ পদত্যাগে অভিযোগ করেন, রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষীরা দলটি চালাচ্ছেন। তিনি সম্ভবত রাহুল গান্ধীর স্পেশাল প্রটেকশন গ্রুপের প্রাক্তন সদস্য কেবি বাইজুকে বোঝাতে চেয়েছেন বলে কংগ্রেসের অনেক কর্মীরা মনে করছেন। বাইজু মূলত রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়টি ব্যক্তিগতভাবে দেখেন। বর্তমানে তিনি কংগ্রেসের একজন অংশ হয়ে উঠেছেন। যদিও তিনি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি।

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এক্সিকিউটিভ অলঙ্কার সাওয়াই রাহুল গান্ধীর ব্যক্তিগত সহকারী। সারাদিনের রাহুল গান্ধীর কর্মসূচি মূলত তিনি নির্ধারণ করেন। তিনি বেশ কিছুদিন রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রধান ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎকার, সাংবাদিক সম্মেলন সব তাঁর অঙ্গুলি হেননেই হয়। রাহুল গান্ধীর যে কোনও সফরের সঙ্গী তিনি।

রাহুল গান্ধীর প্রধান সহকারী হিসেবে যেমন অলঙ্কার সাওয়াই পরিচিত। তেমনি প্রিয়াঙ্কা গান্ধীর প্রধাব সহকারী হিসেবে পরিচিত সন্দীপ সিং। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকর্মী ছিলেন।প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং বিশ্বিদ্যালয়ে গেলে, তিনি কালো পাতাকা নাড়েন বলে অভিযোগ। ২০১৮ সালে তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কাজ করার আগে রাহুল গান্ধীর সঙ্গে কাজ করেছিলেন। চলতি বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তিনি টিকিট বন্টন করেছিলেন এবং দলের গুরুত্ব কৌশল স্থির করেছিলেন বলে জানা যায়।


Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Siliguri Murder | বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল, শিলিগুড়ির জঙ্গলে মিললো নবম শ্রেণির ছাত্রীর মৃতদেহ !
Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!