Christmas Decorations | বড়দিনের উচ্ছাসে সেজে উঠেছে শহর! আপনিও সাজিয়ে তুলুন আপনার ঘর! রইলো ক্রিসমাস ডেকোরেশন টিপস!
উৎসবের মরশুমে ঘর সজ্জা না হলে যেন মনে হয় কিছু নেই। যদি আপনিও বড়দিন উপলক্ষ্যে ঘর সাজিয়ে তুলতে চান তাহলে আপনার জন্য রয়েছে ক্রিসমাস ডেকোরেশন আইডিয়া।
আর দিন কয়েক পরেই বড়দিন অর্থাৎ ক্রিসমাস! ইতিমধ্যে সেজে উঠছে রাস্তাঘাট। বহু প্রতিক্ষিত দিন, ক্রিসমাস মানেই আলোকসজ্জা, স্যান্টা, গিফট আর মজা। অনেকেই ক্রিসমাসে বাইরে বের হওয়ার পরিবর্তে ঘরেই বন্ধু-বান্ধব সহযোগে পার্টি করতে ভালোবাসেন। আবার অনেকে বাড়ির বাইরে অন্যত্র বড়দিন উৎযাপন করলেও বড়দিনে বাড়ির সজ্জা (Christmas home decor) করে থাকেন। আর যদি হয় ক্রিসমাস পার্টি তাহলে তো ক্রিসমাস ডেকোরেশন (Christmas decorations) মাস্ট! তবে বুঝতে পারছেন না কীভাবে বড়দিন উপলক্ষ্যে ঘর সাজাবেন? চিন্তা নেই, আপনার জন্য রইলো সিম্পল টিপস!
ক্রিসমাস ট্রি :
বড়দিনে বাড়ির সজ্জা (Christmas home decor) এর মধ্যে ক্রিসমাস ট্রি হলো অন্যতম। ক্রিসমাস ট্রি-ই যেন বড়দিনের মূল আকর্ষণ। ফলে ক্রিসমাস ট্রি ছাড়া ক্রিসমাস সেলিব্রেশন একদম বেমানান। ক্রিসমাসের ঐতিহ্যবাহী ফার বা পাইনের সুগন্ধযুক্ত ক্রিসমাস ট্রি ঘরের শোভা বাড়িয়ে তোলে। বিদেশে ক্রিসমাস উপলক্ষ্যে বাড়িতে ক্রিসমাস ট্রি ডেকোরেশন আইটেম (Christmas tree decoration items) দিয়ে সাজিয়ে তোলা এক রীতির মতো। সেখানে আসল গাছই ব্যবহার করা হয়। তবে আমাদের এখানে যারা ক্রিসমাস ট্রি সাজান তারা কৃত্রিম গাছই ব্যবহার করেন। বাজারে নানা ধরণের, নানান সাইজের ক্রিসমাস ট্রি পাওয়া যায়। এটি দিয়ে সুন্দরভাবে ঘর সাজানো যায়। আবার বাজারে নানান ক্রিসমাস ট্রি ডেকোরেশন আইটেম (Christmas tree decoration items) ও পাওয়া যায়, যা দিয়ে এই গাছ আরও সুন্দরভাবে সাজানো যায়। ওর্নামেন্টাল বাক্স, গিফট বক্সেস , রিবনস, বেলস এবং চিরাচরিত স্টার্স দিয়ে সাজিয়ে তুলতে পারেন ক্রিসমাস ট্রি।
ক্রিসমাস লাইটস :
ক্রিসমাসে সারা ঘরে লাইটস ঘরের মাধুর্য আরও বাড়িয়ে তোলে। ক্রিসমাস লাইটস সাধারণত স্ট্রিং লাইটসের মতো হয়। এছাড়াও স্টার্স , প্ল্যানেটস , স্নোফ্লেক্স এবং ছোট বাল্বের মতো আকারেও এই লাইট পাওয়া যায়। এই লাইটস দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। এছাড়া ক্রিসমাস ডেকোরেশন আইটেম (Christmas decoration items) হিসেবে ম্যাসন জারগুলি একটি সহজ বিকল্প। হ্যান্ডমেন্ড কিছু বানিয়ে ঘর সাজাতে চাইলে কাঁচের জারের মধ্যে মোমবাতি বা টুনি লাইট দিয়ে ঘর সাজাতে পারেন। এছাড়াও সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে চমৎকার ক্রিসমাস সজ্জা হল মোমবাতি। মোমবাতি দিয়ে বাড়ি সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়।
ক্রিসমাস ব্যানার :
আপনি যদি বড়দিনে বাড়িতে পার্টি করেন তাহলে সেক্ষেত্রে বাড়ি সাজাতে পারেন ক্রিসমাস ব্যানার দিয়ে। দেয়ালে ক্রিসমাস ব্যানার লাগিয়ে ঘরকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। বাজারে এরকম ব্যানার কিনতে পাওয়া যায়, তবে ইচ্ছা হলে আপনি এটি বাড়িতে কাগজ বা পিচবোর্ড দিয়েও বানিয়ে নিতে পারেন।
টিনসেলের মালা :
বাজারে আজকের দিনে বিভিন্ন ধরণের টিনসেলের মালা পাওয়া যায়। আগে এগুলি মূলত সীসা দিয়ে তৈরি হত কিন্তু স্বাস্থ্যের কারণে মার্কেটে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের সৌন্দর্যকে তুলে ধরতে লম্বা সুতোয় বাঁধা টিনসেলের পাতলা ফয়েল স্ট্রিপের চাহিদা এই সময় খুব বেড়ে যায়। ঘরের দরজায়, ভিতরে, জানালায়, দেয়ালে কিংবা ক্রিসমাস ট্রিও এই টিনসেলের মালা দিয়ে সাজানো যেতে পারে।
ক্রিসমাস হ্যান্ডমেন্ড কার্ড :
ক্রিসমাস ডেকোরেশন (Christmas decorations) হিসেবে ব্যবহার করতে পারেন হ্যান্ডমেন্ড কার্ডও। এই কার্ড আপনি চাইলে আপনার প্রিয়জনদের দিতে পারেন আবার না হলে এটি ক্রিসমাস ট্রিতে লাগিয়েও সাজাতে পারেন।
চকোলেট :
ক্রিসমাস পার্টির জন্য, চকোলেট একটি অপরিহার্য আইটেম। আপনি চাইলে যেমন চকোলেট দিয়ে খাবার টেবিল সাজাতে পারেন, তেমনই চকোলেট ফাউন্টেনের ব্যবস্থাও করতে পারেন। বর্তমানে বাজারে চকোলেট ফাউন্টেন বানানোর এক প্রকার মেশিন পাওয়া যায়। এটা যদি খাবার টেবিলে রেখে দেন তাহলে গলিত চকোলেট দিয়ে যেমন মার্শম্যালো বা ফল খেতে পারবেন তেমনই দেখতে সুন্দর লাগবে এটি।
ক্রিসমাস মোজা :
এগুলো মূলত মোজা আকৃতির এক ধরণের ব্যাগ। ক্রিসমাসের সময় এগুলো বিশেষ করে বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। মানা হয়, ১২টা বাজতেই ২৫ তারিখ সান্তা এসে বাচ্চাদের জন্য ওই ব্যাগ তথা মজাতে উপহার রেখে যায়। ফলে বড়দিনের আগের রাতে বাচ্চারা মজা ঝুলিয়ে রাখেন। তবে বর্তমানে ক্রিসমাস ডেকোরেশন আইটেম (Christmas decoration items) হিসাবেও মজা রাখা হয়। বড়দিনে ঘর সাজানোর জন্য দরজার বাইরে, জানালায় মজা ঝুলিয়ে রাখা যেতে পারে।
কৃত্রিম তুষার :
আপনি যদি আপনার ক্রিসমাস পার্টিতে একটি তুষারময় প্রভাব আনতে চান তবে কৃত্রিম তুষার ব্যবহার করতে পারেন। আপনি একটি জারে বা টেবিলে কৃত্রিম তুষার ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এক্ষেত্রে তুলো ব্যবহার করতে পারেন। এটি ক্রিসমাস ট্রি এবং এর পাতার নীচে বা ওপরে সাজিয়ে রাখতে পারেন।
বড়দিনের পুষ্পস্তবক :
ক্রিসমাসের গোলাকার এই পুস্পস্তবক ক্রিসমাস আইকনোগ্রাফির একটি অংশ। ডাল, ফুল এবং ফল ছাড়াও সবুজ গাছের পাতা দিয়ে এই পুস্পস্তবক তৈরি করা হয়। ক্রিসমাসের সময় ঘরের দেয়ালে, জানলায়, দরজায়, রান্নাঘরে এমনকি বিছানাও এগুলো দিয়ে ঘর সাজানো হয়।
বাইরে কনকনে ঠান্ডা, অলিতে গলিতে চলছে ক্রিসমাসের সাজসজ্জার ধুম। ২৫ সে ডিসেম্বর, বড়দিন পালনে কার্যত আলোতে সেজে ওঠে গোটা কলকাতা তথা বঙ্গ। ক্রিসমাসে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি, গেট টুগেদার ,গেস্টদের ভিড় সব কিছুতে বাড়ি সাজিয়ে রাখা মাস্ট। সুন্দর সাজানো ঘর হারিয়ে যাওয়া ইতিবাচক চেতনা , সতেজতা এবং খুশি আবার ফিরিয়ে আনতে পারে।
- Related topics -
- লাইফস্টাইল
- বড়দিন
- ঘরোয়া টিপস
- পুজো ও উৎসব
- ক্রিসমাস