পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার দিল চিন, ‘সিঁদুরে মেঘ’ দেখছে মার্কিন মুলুক

Saturday, February 25 2023, 9:01 am
highlightKey Highlights

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার শুক্রবার বলেছেন, তার চীন দেশের ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ৭০ কোটি ডলারের তহবিল পেয়েছে।


বর্তমানে পাকিস্তান কার্যত দরিদ্র। এ অবস্থায় তাদের ‘বন্ধু’ চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং ৭০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। কিন্তু এই ঘটনাকেই   ‘সিঁদুরে মেঘ’ হিসেবে দেখছে আমেরিকা। আমেরিকার আশঙ্কা, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোকে এ ধরনের ঋণ দেওয়ার পর চীন তার শক্তির সুযোগ নিতে পারে। 

আগামী ১লা মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তিন দিনের সফরে ভারতে আসছেন। দীর্ঘ আলোচনার পর কঠিন শর্তের বিনিময়ে আইএমএফ ঋণ নিতে বাধ্য হয় পাকিস্তান। এরপর আন্তর্জাতিক সংস্থার শর্ত অনুযায়ী মঙ্গলবার পাকিস্তানের সংসদে নতুন বিল পাস হয়। কর ব্যবস্থায় পরিবর্তন এনেছে শাহবাজ শরীফের সরকার।

Trending Updates

ভারতের নিকটবর্তী প্রতিবেশী দেশগুলিকে চিন ঋণ দেওয়ায় আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। এই ঋণকে ওই দেশগুলির উপরে জোর খাটিয়ে ফায়দা তোলার কাজে লাগানো হতে পারে, এই আশঙ্কা হচ্ছে আমাদের। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। কথা বলছি অন্য দেশগুলির সঙ্গেও।

আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব ডোনাল্ড লিউ



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File