আবহাওয়া

Weather Update | রাজ্য জুড়ে ভারী বর্ষণের সতর্কতা! দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের!

Weather Update | রাজ্য জুড়ে ভারী বর্ষণের সতর্কতা! দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের!
Key Highlights

বাগডোগরা যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের। গোটা বঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই দাপট চালাচ্ছে বর্ষা (Monsoon)। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও লাগাতার বৃষ্টি হচ্ছে। হাওয়া দফতর জানিয়েছে, এখনও আরও বাড়তে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। কলকাতা (Kolkata) সহ প্রায় গোড়া দক্ষিণবঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা। এদিকে উত্তরবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা। প্রসঙ্গত, এই দুর্যোগেরই শিকার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য জরুরি অবতরণ করতে হয় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারকে।

সূত্রের খবর, এদিন অর্থাৎ ২৭সে জুন, মঙ্গলবার দুপুরে ক্রান্তিতে (Kranti) সভা সেরে হেলিকপ্টারে বাগডোগরার (Bagdogra) উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে বাগডোগরা পৌঁছে সেখান থেকে বিমানে কলকাতা ফেরার কথা ছিল তাঁর। ক্রান্তি থেকে বাগডোগরা কপ্টারে করে যেতে সময় লাগার কথা ছিল ১১ মিনিট। তবে বাগডোগরা বিমানবন্দরে নামার আগেই বৈকণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার শিকার হন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আবহাওয়া এতোটাই খারাপ ছিল যে, বাগডোগরা বিমানবন্দরে কপ্টার নামানো যায়নি। ফলে শালুগাড়ার কাছে সেবক সেনাছাউনিতে জরুরি অবতরণ করে কপ্টার।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) , আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Coochbehar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। পাশাপাশি,প্রবল ঝড় বৃষ্টিতে পুরুলিয়া জেলা না ভাসলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা গিয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে।

অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum) জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে। এছাড়াও, উপকূলের জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে (East and West Midnapore) মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

প্রসঙ্গত, প্রবল বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের ফলে বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। ইতিমধ্যেই হড়পা বানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন ও আহত হয়েছেন অন্তত ১০ জন। ধসের ফলে আটকে গিয়েছে চণ্ডীগড়-মানালি হাইওয়ে (Chandigarh-Manali Highway)।

দুর্যোগ থেকে রেহাই পায়নি দেশের উত্তর পূর্বাঞ্চলও। অসমের ডিব্রুগড়ে (Dibrugarh, Assam) চলছে প্রবল বর্ষণ। দিন কয়েক আগে বন্যা ও ধসের কারণে অসমেও বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়। অসমে বন্যা পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লক্ষের বেশি মানুষ। ভেসে গিয়েছে বিস্তৃত চাষের জমি। তবে বর্তমানে ব্রহ্মপুত্র (Brahmaputra) এবং অন্যান্য নদীর জল কমতে শুরু করায় অসমের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।


Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Haryana Murder | স্ত্রীর সঙ্গে ভাড়াটের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সন্দেহে ভাড়াটেকে ৭ ফুট গর্তে জীবন্ত পুঁতল স্বামী
Salary Allowance | এক লাফে ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদ এবং প্রাক্তন সাংসদদের!
Meerut Murder Case | ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক! Google থেকে মুসকান শেখে খুনের পদ্ধতি! প্রেসক্রিপশন বদলে আনে ঘুমের ওষুধ!
Chinmay Prabhu | কেন চিন্ময় কৃষ্ণের জামিন হবে না? জারি করা রুলে শুনানির দিন ধার্য!
Onion Export Tax | পেঁয়াজের উপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক বা এক্সপোর্ট ডিউটি প্রত্যাহার করলো কেন্দ্র সরকার!