Chicken Price | মুরগির মাংস আর ডিমের দাম কমছে হু হু করে, বার্ড ফ্লুর প্রকোপ নাকি শুধুই আতঙ্ক?

Wednesday, February 12 2025, 3:33 pm
highlightKey Highlights

গত কয়েক দিনে ডিম ও মুরগির মাংসের চাহিদা হঠাৎ করে কমতে শুরু করেছে। ব্যবসায়ীদের আশঙ্কা অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্রসহ দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু দেখা দেওয়ায় সেই আতঙ্কে অনেকে ডিম ও মুরগির মাংস খেতে চাইছেন না।


গত কয়েক দিনে হঠাৎ করে ডিম ও মুরগির মাংসর দাম কমতে শুরু করেছে। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্রসহ দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু দেখা দিয়েছে। আতঙ্কে ডিম ও মুরগির মাংস খেতে চাইছেন না খাদ্যরসিকরা। রাজ্যে বার্ড ফ্লু না ছড়ালেও আতঙ্কে দাম কমছে মুরগির মাংসের। গত রবিবার কলকাতার পাইকারি বাজারে গোটা মুরগির দাম ছিল ১১৮ টাকা/কেজি। সোমবার সেটা কমে হয় ১১০ টাকা, মঙ্গলবার ১০৭ টাকা। ডিমের পাইকারি দাম ৪ টাকা ৯০ পয়সা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File