বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘ভেড়িয়া’ বক্সঅফিসে হিট! প্রেক্ষাগৃহে বাড়ছে ভিড়, টিকিট বিক্রিতে গড়ছে রেকর্ড

Wednesday, November 30 2022, 5:30 pm
highlightKey Highlights

এক ইচ্ছেধারী ভেড়িয়া অর্থাৎ নেকড়ের গল্প নিয়ে আসছে অমর কৌশিকে 'ভেড়িয়া'। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।


'ভেড়িয়া' ইতিমধ্যেই প্রায় ১৫ কোটির মতো আয় করে ফেলেছে। অমর কৌশিক পরিচালিত ছবিটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। দুদিনেই এই ছবির মোট আয় ২৬ কোটি ৬৬ লক্ষ। প্রথম দিনে এই ছবির আয় করেছিল প্রায় ১২ কোটি ৬ লক্ষ টাকা।

বর্তমানে হালফিলে কন্টেন্ট বেশ জমজমাট দর্শকদের কাছে। বরুণ ধাওয়ান ও কৃতী শ্যাননের ছবি ‘ভেড়িয়া’ তাই বক্সঅফিসে যে হিট হবে সে বিষয়ে সন্দেহ নেই। দ্বিতীয় দিনে প্রচুর পরিমাণে টিকিট বিক্রি হওয়ায় প্রযোজনা সংস্থা বেশ খুশি।

বর্তমানে বলিউডে হরর কমেডি ট্রেন্ডিং-এ রয়েছে। ‘স্ত্রী’, ‘রুহি’, কিংবা হালফিলে ‘ভুলভুলাইয়া ২’ প্রতিটি ছবিই বেশ রাজ করেছে বলিউডে। এরমধ্যে সুপারহিট হয়েছিল ‘ভুলভুলাইয়া ২'। যদি এই ট্রেন্ড ধরে রাখতে পারে ছবিটি তবে শীঘ্রই ‘ভেড়িয়া’ও হিট লিস্টে নাম লেখাবে বলে মনে করছেন সমালোচকের একটা বড় অংশ। তবে ‘ভেড়িয়া’র ক্রমবর্ধমান সাফল্যে বাধা একটি। তা হল অজয় দেবগণ ও তাব্বু অভিনীত ছবি দৃশ্যম ২। যা ইতিমধ্যেই পার করেছে ১০০ কোটি।

Trending Updates

প্রসঙ্গত, ‘ভেড়িয়া’র চিত্রনাট্য এক ইচ্ছেধারী ভেড়িয়া ওরফে নেকড়েকে নিয়ে। নামভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। গোটা ছবি জুড়ে ভিএফএক্সের ব্যবহার ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়াও বরুণ ও কৃতীর রসায়নও মনে ধরেছে নেটিজেনদের। যদিও বক্সঅফিসে এর প্রভাব কতটা পড়বে তা তো




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File