ChatGPT | বাজারে আসতেই রেকর্ড! ৬ দিনের মধ্যে ৫ লক্ষ ডাউনলোড সংখ্যা ছাড়ালো চ্যাটজিপিটি!

Saturday, May 27 2023, 9:43 am
highlightKey Highlights

লঞ্চ করার পরেই ৬ দিনের মধ্যে গোটা বিশ্বে ৫ লক্ষবার ডাউনলোড করা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর এই চ্যাটবট।


গত নভেম্বর মাসে এসেই বর্তমানে গোটা বিশ্বে বহুল চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) নির্ভর এই চ্যাটবট (Chatbot) তথা চ্যাটজিপিটি (ChatGPT)। জানা গিয়েছে, লঞ্চ করার ছয় দিনের মধ্যে ৫ লক্ষেরও বেশি বার ডাউনলোড (Download) করা হয়েছে এই অ্যাপ (App)।

ছয় দিনের মধ্যে ৫ লক্ষেরও বেশি বার ডাউনলোড চ্যাটজিপিটি
ছয় দিনের মধ্যে ৫ লক্ষেরও বেশি বার ডাউনলোড চ্যাটজিপিটি

বর্তমানে প্রায় সবার মুখেই চ্যাটজিপিটি-র নাম। সোশ্যাল মিডিয়া (Social Media) হোক কিংবা অফিসে, এমনকি শিক্ষামহলেও বহুল চর্চিত এই চ্যাটজিপিটি আসলে কী এবং কোন কাজের জন্য ব্যবহৃত হয় তা অনেকের কাছেই স্পষ্ট নয়। ফলে আপনার সুবিধার্থেই জেনে নিন কী এই চ্যাটজিপিটি এবং এর কাজ কী।

Trending Updates
গত নভেম্বর মাসে বাজারে আসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট 
গত নভেম্বর মাসে বাজারে আসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট 

চ্যাটজিপিটি কী? | What Is ChatGPT :

ইংরেজি ভাষায় চ্যাজিপিটি-এর পূর্ণরূপ হল চ্যাট জেনেরেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার (Chat Generative Pre-trained Transformer)। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Open Artificial Intelligence) দ্বারা তৈরি করা এক ধরনের চ্যাট বট। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এটি শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তার উপরই কাজ করে। তথ্য অনুযায়ী, এই অ্যাপ দ্বারা সহজেই শব্দ বিন্যাসে এটির সঙ্গে কথা বলা এবং যে কোনও ধরণের প্রশ্নের উত্তর পাওয়া যায়।

চ্যাজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরই কাজ করে
চ্যাজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরই কাজ করে

চ্যাটজিপিটি - র কাজ | Work Of ChatGPT:

যখন আপনি গুগলে (Google) কিছু সার্চ (Search) করেন, তখন গুগল আপনাকে সেই জিনিস সম্পর্কিত অনেকগুলি ওয়েবসাইট (Website) দেখায়, কিন্তু চ্যাট জিপিটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এখানে আপনি যখন কোনো প্রশ্ন অনুসন্ধান করেন, চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়। কেবল কথোপকথনই বা প্রশ্নের উত্তরই নয়, চ্যাট জিপিটি আপনাকে প্রবন্ধ, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট (YouTube Video Script), কভার লেটার (Cover Letter), জীবনী, ছুটির আবেদন ইত্যাদিও লিখে দিতেও সক্ষম ।

কোনও প্রশ্ন জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর দেয় চ্যাট জিপিটি
কোনও প্রশ্ন জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর দেয় চ্যাট জিপিটি

গত বছরে অর্থাৎ ২০২২ সালের নভেম্বরে যখন চ্যাটজিপিটি চালু করা হয়, তখন এটি শুধুমাত্র অফিসিয়াল অপেনএআই (OpenAI) ওয়েবসাইটে উপলব্ধ ছিল। এরপর অ্যাপ স্টোর (App Store) এবং গুগল প্লে স্টোরে (Google Play Store) বেশ কয়েকটি অ্যাপ দেখা যায়, যা ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনের দ্বারা চ্যাটজিপিটি-এর সঙ্গে সংযুক্ত করার দাবি করে। তবে সংস্থার তরফ থেকে জানানো হয়, ভারতে এই অ্যাপ এলেও এখনই অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীরা তাদের ফোনে এই চ্যাটবট ডাউনলোড করতে পারবেন না। যদিও সম্প্রতি এই অ্যাপ আইওএস (IOS) ও আইপ্যাড-এ (IPad) চালু করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ অ্যাপেল (Apple) ব্যবহারকারীরা এই ডাউনলোড করতে পারবেন চ্যাটজিপিটি। পাশাপাশি অপেন এআই জানিয়েছে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ডিভাইস (Android Device) এবং আরও অনেক দেশে অ্যাপটি উপলব্ধ করা হবে।

আইওএস-এ চ্যাটজিপিটি চালু অ্যান্ড্রয়েডেও আসতে চলেছে এই অ্যাপ 
আইওএস-এ চ্যাটজিপিটি চালু অ্যান্ড্রয়েডেও আসতে চলেছে এই অ্যাপ 

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে মার্কিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সংস্থাটি বিশ্বের মোট ১১টি দেশে তাদের পরিষেবা সম্প্রসারণ করেছে। বর্তমানে এই অ্যাপ ব্যবহার করতে পারছেন ভারত-সহ আলবানিয়া (Albenia), ক্রোয়েশিয়া (Crosia), ফ্রান্স (France), জার্মানি (Germany), আয়ারল্যান্ড (Ireland), জামাইকা (Jamaica), কোরিয়া (Korea), নিউ জ়িল্যান্ড (Newzealand), নিকারাগুয়া (Nikaraguaa) এবং ব্রিটেনের (Britain) মানুষজন। এছাড়াও এই অ্যাপ ব্যবহার করতে পারছেন আলজিরিয়া (Al-Jazeera), আর্জেন্টিনা (Argentina), আজ়ারবাইজান, বলিভিয়া (Bolivia), ব্রাজ়িল (Brazil), কানাডা (Canada), চিলি (Chilie), কোস্টা রিকা (Costarica), ইক্যুয়েডর, ইস্টোনিয়া, ঘানা (Ghana), ইরাক (Iraq), ইজ়রায়েল, জাপান (Japan), জর্ডান (Jordan), কাজাখস্তান (Kazakhstan), কুয়েত , লেবানন (Lebanon), লিথুয়ানিয়া (Lithuania), মউরিতানিয়া, মরিশাস (Morisas), মেক্সিকো (Maxico), মরোক্কো (Morocco), নামিবিয়া, নাউরু, ওমান (Oman), পাকিস্তান (Pakistan), পেরু (Peru), পোল্যান্ড (Poland), কাতার (Qatar), স্লোভেনিয়া, তুনিসিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীর বাসিন্দারাও। উল্লেখ্যভাবে বাজারে আসার দিন কয়েকের মধ্যেই ৫ লক্ষ ছাড়িয়েছে এর ডাউনলোডের সংখ্যা। অপেনএআই সংস্থার দাবি, অ্যান্ড্রয়েড ব্যবহাকারীদের জন্যও এই ব্যবস্থা চালু হলে আরও বৃদ্ধি হতে চলেছে এই সংখ্যা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File