পঞ্চায়েতের আগেই বঙ্গবাসীর জন্য সুখবর! বকেয়া জিএসটি বাবদ কেন্দ্র সরকার ৮১৪কোটি টাকা দিল বাংলাকে
গত কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি ইস্যুতে সরব হয়েছিলেন। এরফলে 'জিএসটি ক্ষতিপূরণ' বাবদ সমস্ত টাকা সরকার কে দেওয়া হয়।
রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। এমনকি জিএসটি তুলে নিয়ে যেতে দেবেন না বলেও মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কার্যত এহেন হুঁশিয়ারির পরেই নড়েচড়ে বসল কেন্দ্র। প্রায় ৮১৪ কোটি টাকা বাংলাকে দিল কেন্দ্র সরকার।
রাজ্যের কোষাগারে এল ৮১৪ কোটি টাকা, রাজ্যকে এর আগেও আরও একটি প্রকল্পের টাকা দিয়েছে মোদী সরকার
জানা যাচ্ছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জিএসটির এই টাকা পাওনা ছিল। সেই টাকাই কেন্দ্রের তরফে মেটানো হয়েছে বলে জানা যাচ্ছে। নবান্নের তরফে ইতিমধ্যে এই টাকা কেন্দ্রের তরফে পাওয়া গিয়েছে বলে মেনে নেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অর্থমন্ত্রকের তরফে এই টাকা রাজ্যকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
এই নিয়ে তৃতীয়বার রাজ্যকে এই টাকা মন্ত্রক দিয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই পধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায় রাজ্য সরকার। দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ ছিল আবাস যোজনার টাকা পাওয়া। সম্প্রতি রাজ্য সরকারের কাছে ৮,২০০ কোটি টাকা এসে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, রাজ্যের বিরোধী দলনেতার চিঠির পরেই কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা বাড়ি নাম দিয়ে রাজ্য সরকার প্রচার করছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়ে সরব হয়েছিলেন তিনি।
যার পর থেকেই টাকা দেওয়া কার্যত কেন্দ্র বন্ধ করে দেয় বলে অভিযোগ। যদিও ধীরে ধীরে সমস্ত বকেয়া মেটাচ্ছে কেন্দ্রীয় সরকার। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই এই প্রাপ্তি রাজ্যের কোষাগারের জন্যে ভালো খবর।